ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে বিতর্ক ক্রমে বেড়েই চলেছে। এবার এই ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন লেজেন্ডস লিগে ভারতীয় দলের অন্যতম সদস্য শিখর ধাওয়ান। সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে আগামী দিনেও খেলবেন না তিনি। গব্বরের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।
ম্যাচ বাতিলের পরই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। গড়াপেটায় দোষী সাব্যস্ত সলমন বাটও তোপ দেগেছেন ভারতীয় দলকে। এহেন বিতর্কের মধ্যেই লন্ডনে এক সাংবাদিক শিখরকে প্রশ্ন করেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হয় তাহলে কী করবেন? গব্বর সাফ জবাব দেন, “আপনি ভুল সময়ে এই প্রশ্নটা করেছেন। এটা করা উচিত হয়নি। আমি আগেও খেলিনি, পরেও খেলব না।”
Shikhar Dhawan angry reply on If Pakistan reaches the semi-final against you… will you still play, or ask for a day off? 😄🇵🇰🇮🇳
— Ahtasham Riaz (@ahtashamriaz22)
উল্লেখ্য, লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পরও এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের মতে, এই টুর্নামেন্টে বেশি আর্থিক লাভ বলেই কি পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত? বিতর্কের আবহেই শিখরের এহেন মন্তব্য। তিনি সাফ জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.