Advertisement
Advertisement
Shikhar Dhawan

‘মাই লাভ’, দীর্ঘ জল্পনার পর আইরিশ সুন্দরীর সঙ্গে প্রেমে সিলমোহর শিখরের

'গব্বরে'র নতুন প্রেমিকাকে চেনেন?

Shikhar Dhawan confirms relationship with Sophie Shine
Published by: Anwesha Adhikary
  • Posted:May 1, 2025 8:22 pm
  • Updated:May 1, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত মিলেছিল চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে। ভারতীয় দলের ম্যাচ দেখতে এক সুন্দরীর সঙ্গে হাজির ছিলেন শিখর ধাওয়ান। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়, ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’ কি তাহলে ওই সুন্দরীকে মন দিয়ে ফেলেছেন? মাসতিনেক লুকোচুরির পর অবশেষে জানা গেল, চুটিয়ে প্রেম করছেন শিখর। আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে।

Advertisement

অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শিখর। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। কিন্তু ২০২০ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তিন সন্তানকে নিয়ে মেলবোর্নে থাকতেন আয়েশা। এহেন পরিস্থিতিয়ে শিখর অভিযোগ আনেন, আয়েশা তাঁর সঙ্গে নিষ্ঠুরতা করছেন। এমনকী তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ সম্পন্ন হয়।

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গতবছর আইপিএলে পাঞ্জাব কিংসে খেলতেন শিখর। সেখানেও দেখা যায় সোফিকে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যেত, লেহেঙ্গা-শাড়ি পরে, ফুচকা খেয়ে ইতিমধ্যেই ভারতীয় হয়ে ওঠার চেষ্টা শুরু করে ফেলেছেন সোফি। তবে শিখর-সোফিকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে দেখা যায়, পাশাপাশি বসে হাসিমুখে খেলা দেখছেন শিখর এবং সোফি।

দু’জনের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। তবে শিখর বা সোফির তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। অবশেষে বৃহস্পতিসন্ধ্যায় জল্পনার অবসান ঘটল। শিখরের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি পোস্ট করে সোফি জানালেন, ‘মাই লাভ।’ উল্লেখ্য, আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে কর্মরত। আপাতত দুবাইয়ে থাকেন তিনি। বছরকয়েক আগে দুবাইয়েই শিখরের সঙ্গে তাঁর আলাপ। সম্পর্কের গুঞ্জনে সিলমোহর পড়ার পর নেটদুনিয়ার প্রশ্ন, এবার কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গব্বর’?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ