Advertisement
Advertisement
Shane Warne Marlon Samuels Ben Stokes

‘স্ত্রীকে ১৪ দিনের জন্য পাঠিয়ে দাও’, স্টোকসকে কুপ্রস্তাব দিয়ে বিতর্কে ক্যারিবিয়ান ক্রিকেটার

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকাকে তুলোধনা করলেন শেন ওয়ার্ন।

Shane Warne slams Marlon Samuels for disgusting social media post on Ben Stokes's wife |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2020 11:40 am
  • Updated:October 29, 2020 11:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেন স্টোকসের আপাত নিরীহ একটা মন্তব্য। চিরকালীন ‘শত্রু’ ক্যারিবিয়ান ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels) নিয়ে একটা মন্তব্য। কিন্তু সেটা যে এমন ক্রিকেট দুনিয়াজুড়ে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, কে জানত! মার্লন স্যামুয়েলস তো সোজা স্টোকসের পরিবারকে টেনে এনে কুরুচিকর মন্তব্য করে বসলেন! যে বিতর্কে পরে ঢুকে পড়লেন শেন ওয়ার্ন। এবং স্যামুয়েলসের সঙ্গে তাঁরও লেগে গেল।

Advertisement

Shane Warne slams Marlon Samuels for disgusting social media post on Ben Stokes's wife

পুরো ঘটনাটা কী? রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল (IPL 13) খেলতে এখন আরব আমিরশাহীতে স্টোকস। যেখানে সাত দিনের কোয়ারেন্টাইন শেষে তাঁকে মাঠে নামতে হয়েছে। সেই কোয়ারেন্টাইন অভিজ্ঞতা নিয়ে পডকাস্টে বলতে গিয়ে স্টোকস (Ben Stokes) বলে দেন, “খুবই খারাপ অভিজ্ঞতা ওভাবে বন্দি হয়ে থাকা। আমার চরম শত্রুকেও যেন কোয়ারেন্টাইনে না থাকতে হয়। আমার ভাই মেসেজ করে জানতে চেয়েছিল, আমি কি একই জিনিসটা মার্লন স্যামুয়েলসের ক্ষেত্রেও চাই না? ওকে বলি, না। একেবারেই চাই না।”পুরোটাই ঠাট্টা করে বলা। তা সে যতই কয়েক বছর ধরে স্টোকস-স্যামুয়েলস সম্পর্ক খারাপ থাক। কিন্তু এ হেন ঠাট্টার উত্তরে যে সোজা বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বসবেন, বোঝা যায়নি। এরপরই স্টোকসকে উদ্দেশ্য স্যামুয়েলস ইনস্টাগ্রামে লেখেন, ‘কোনও শ্বেতাঙ্গ ক্রিকেটার আমার সঙ্গে কখনও পারেনি। আমাকে চোদ্দো দিন দেওয়ার কথা বলছ বন্ধু? তোমার স্ত্রীকে চোদ্দো দিনের জন্য পাঠিয়ে দাও। চোদ্দো সেকেন্ডে জামাইকান করে দেব!’

[আরও পড়ুন: আইপিএলের দু’সপ্তাহ পরই ফিরছে ক্রিকেট, ঘোষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ক্রীড়াসূচি]

ন্যক্কারজনক মন্তব্য বললেও যেটাকে কম বলা হয়। এরপরই স্যামুয়েলসের উপর ফেটে পড়ে ক্রিকেট দুনিয়া। মাইকেল ভন টুইট করে লেখেন, ‘মার্লন তুমি যা করলে, মেনে নেওয়া যায় না। আমরা সবাই বর্ণবিদ্বেষকে শেষ করতে চাইছি। আর তুমি এভাবে বলে দিলে?’ কিন্তু ভনের কথায় কিছু হয়নি। আসল লাগে ওয়ার্নের (Shane Warne) সঙ্গে। ওয়ার্ন টুইট করে লেখেন, ‘এখনই দেখলাম স্টোকসকে কী বলেছে স্যামুয়েলস। ওর ডাক্তার দেখানো দরকার। এই কারণে স্যামুয়েলসের প্রাক্তন সতীর্থরাও কেউ ওকে দেখতে পারে না। তুমি সাধারণ ক্রিকেটার হতেই পারো। কিন্তু তাই বলে কি তোমাকে নিম্নমনের মানুষও হতে হবে?’ এরপর ওয়ার্নকেও ছাড়েননি স্যামুয়েলস। তিনি আবার পালটা লেখেন, ‘আমাকে কে জ্ঞান দিচ্ছে? যে কিনা নিজেকে তরুণ দেখানোর জন্য মুখে সার্জারি করিয়েছিল!’ এখানেই শেষ নয়। এরপর লেখার অযোগ্য ভাষায় আক্রমণ শানিয়েছেন তারকা। দেখা যাক, জল কতদূর গড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ