সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামির মতো বোলার ইংল্যান্ড সিরিজে নেই। কিন্তু না থেকেও তিনি চর্চায় আছেন। ভারতীয় পেসারকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন অজি তারকা স্টিভ স্মিথ। তিনি তুলে ধরলেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের কথা।
ভারতের বিরুদ্ধে ওই ম্যাচটিতে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন স্টিভ। তা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি তিনি। মহম্মদ শামির একটা ফুলটসে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তিনি আউট হতেই অজিদের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে। ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথ এই প্রসঙ্গে এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, “আমি সাধারণত ঘরের কোথাও একটা ব্যাট রেখে দিই। তা নিয়ে আমি মাঝেমাঝেই কিছুক্ষণের জন্য শ্যাডো প্র্যাকটিস করতাম। কিন্তু সেমিফাইনালের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিছুদিনের জন্য ব্যাট ধরব না। ব্যাপারটা উপভোগ্য ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামির ফুলটস মিস করার পর থেকে অন্তত তিন মাস আমি ব্যাট হাতে নিইনি।”
১১ তারিখ থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে ৩৬ বছর বয়সি এই অজি ক্রিকেটার বলেন, “মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। মনে হচ্ছে এখনই মাঠে নেমে পড়ার জন্য প্রস্তুত। প্র্যাকটিসে সাধারণত আমার প্রথম শটটা ভালো হয়। দ্বিতীয় শট খারাপ। কিন্তু এক্ষেত্রে দু’টি শটই ঠিকমতো ব্যাটে বলে হওয়ার পর বুঝতে পারলাম, সব কিছু একদম যথাযথ। আগামী কয়েকদিন আমাকে ঘণ্টার পর ঘণ্টা নেটে কাটাতে হবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.