সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই দ্বৈরথের আগে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের ঝকঝকে পরিবেশের কথা প্রকাশ্যে আনলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। তাঁর মতে, ভারতীয় দল সুখী পরিবারের মতো। এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে।
বিসিসিআই সম্প্রতি একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে সঞ্জু বলছেন, “আমাদের অধিনায়ক সূর্য এবং গৌতি ভাই (গৌতম গম্ভীর) দলে অসাধারণ পরিবেশ বজায় রেখেছেন। এর জন্য ওদের কৃতিত্ব দিতেই হবে। দলের পরিবেশ খুবই ঝলমলে। এখানে সবাই সমান। সবার সঙ্গে একই রকম আচরণ করা হয়। দলের সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়।”
সঞ্জুর মতে, এই ধরনের পরিবেশ ভালো খেলতে সাহাহ্য করে। তাঁর সংযোজন, “আমি মনে করি এই ধরনের পরিবেশ সেরা খেলাটা বের করে আনে। যেটা এই ফরম্যাটে খুবই প্রয়োজন। সেই কারণেই আমরা খোলা মনে খেলতে পারি।”
উল্লেখ্য, ওমানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল সঞ্জুকে। আর উপরে ব্যাট করার সুযোগ পেয়েই তাঁর হাফসেঞ্চুরি ভারতকে বড় রানে পৌঁছে দিতে সাহায্য করে। তাঁর মতে, ভারতীয় দলে এমন পরিবেশে কাটানোর সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তাছাড়াও সতীর্থ অভিষেক শর্মারও প্রশংসা করেন সঞ্জু। তাঁর কথায়, “অভিষেকের সঙ্গে পার্টনারশিপ গড়তে পারাটা দারুণ উপভোগ্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.