সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার ফর্টিসের চেহারা নিয়ে কটাক্ষ করে বিতর্কে প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় বাঙ্গার।
ওভালে প্রথম দুই দিনে সবুজের ছোঁয়া ছিল। বোলাররা তার সুবিধা নিয়ে উইকেটও পায়। কিন্তু তৃতীয় দিনে পিচে ভারী রোলার চালান কিউরেটর। যে কারণে ঘাসের চিহ্ন অনেকটাই কমে যায়। ব্যাটাররা অনায়াসে রান করে যান। এখন যার সুবিধা পাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ফর্টিস পিচে রোলার চালাচ্ছেন, এরকম একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।
যা নিয়ে বাঙ্গার বলেন, “আমি তো বলব, অকারণে পিচে ভারী রোলার চালানো হচ্ছে। তবে সেটা ভারী হয়েছে রোলারের ওজনে নয়, যে মাঠকর্মী ওটার উপর বসে আছেন, তার জন্য।” স্বাভাবিকভাবেই এই নিয়ে বিতর্ক নিয়ে শুরু হয়েছে। কারণ ফর্টিসের চেহারা যথেষ্ট স্থূলকায়। বাঙ্গার যে রোলারের সঙ্গে তুলনা করে ‘বডিশেমিং’ করেছেন, তা নিয়ে চটেছেন নেটিজেনরা।
অনেকে লিখেছেন, ‘ধারাভাষ্যের মান সেই একই রয়ে গিয়েছে। সেটা মঞ্জরেকর হোক বা বাঙ্গার। জঘন্য! আরেকজন লিখেছেন, ‘প্রিয় সঞ্জয় বাঙ্গার, দয়া করে সবার সামনে মাঠকর্মী লি ফর্টিসের ওজন নিয়ে ব্যঙ্গ করবেন না। একজন ধারাভাষ্যকার হিসেবে আপনার দায়িত্ব খেলার সম্মান ও গৌরব বজায় রাখা। সেটাতেই নজর দিন।’
উল্লেখ্য, ওভাল টেস্ট শুরুর আগে ফর্টিসের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন গম্ভীর। গম্ভীরকে বলা হয় পিচের থেকে ২.৫ মিটার দূরত্বে বজায় রাখতে। সেই নিয়ে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর। আঙুল উচিয়ে তাঁর দিকে তেড়েও যান তিনি। শোনা যায়, গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।”
What has Sanjay Bangar just said on-air?🤦♂️
“That indeed is a pretty heavy roller I must say. Not necessarily for the weight of the roller, but also the weight of the groundsman sitting on it.”
— Jeet Vachharajani (@Jeetv27)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.