সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে সটান আজাদ কাশ্মীর বলে বসলেন পাকিস্তানি ধারাভাষ্যকার! ভারতের মাটিতে আয়োজিত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বিতর্কিত মন্তব্য করেন সানা মীর। প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য হু হু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তারপর নিজের বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন সানা। তবে তাতে বিতর্ক কতখানি কমবে, সংশয় থাকছে।
পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে কমেন্ট্রি করছিলেন সানা। ওই ম্যাচে খেলতে নামা পাক অলরাউন্ডার নাতালিয়া পারভেজ সম্পর্কে বলতে গিয়ে সানা বলেন, “নাতালিয়া আসলে আজাদ কাশ্মীরের বাসিন্দা। কিন্তু ক্রিকেটের জন্য তিনি লাহোরে চলে যান। ক্রিকেটজীবনের অনেকটাই লাহোরে কাটিয়েছেন তিনি।” সেই মন্তব্য ভাইরাল হতেই তুমুল বিতর্ক নেটদুনিয়ায়। পাক অধিকৃত কাশ্মীর, যার বৈধতা এবং আইনি স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, সেই PoKকে কীভাবে আজাদ কাশ্মীরের তকমা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক, সেই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
শেষ পর্যন্ত নিজের মন্তব্যের পক্ষে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন পাক মহিলা দলের প্রাক্তন অধিনায়ক। সানার কথায়, ‘এক পাক ক্রিকেটারের বাসস্থানের উল্লেখ করেছিলাম শুধু এটা বোঝানোর জন্য যে ক্রিকেট খেলতে গিয়ে কত সমস্যার মধ্যে পড়তে হয়েছে। ধারাভাষ্যকাররা এমন মন্তব্য করেই থাকে। দয়া করে এই নিয়ে রাজনীতি করবেন না। বিশ্বমানের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময়ে এমন অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হয়। কিন্তু ক্রীড়াব্যক্তিত্বদের নিশানা করে যেভাবে তিল থেকে তাল হচ্ছে, সেটা খুব দুর্ভাগ্যজনক।’
এখানেই শেষ নয়, বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন সানা। সেখানে উল্লেখ করা হয়েছে, নাতালিয়ার বাসস্থান আজাদ কাশ্মীরে। সানার কথায়, ওই ওয়েবসাইট দেখেই তিনি মন্তব্য করেছেন। কিন্তু যেভাবে তাঁর মন্তব্যকে ঘিরে জলঘোলা চলছে, তাতে ক্ষুব্ধ সানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.