Advertisement
Advertisement
Saim Ayub

লজ্জাজনক ‘হ্যাটট্রিক ডাক’, ‘ঘণ্টে কা প্রিন্স’ আয়ুবের কুখ্যাত নজির

শূন্যের সঙ্গে পাক ওপেনারের সম্পর্ক যেন হরিহর আত্মার মতো।

Saim Ayub's fifth zero in a year, including three in a row
Published by: Prasenjit Dutta
  • Posted:September 18, 2025 3:16 pm
  • Updated:September 18, 2025 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানের দেখা নাই রে…! শূন্যের সঙ্গে সাইম আয়ুবের সম্পর্ক যেন হরিহর আত্মার মতো। এবার আরব আমিরশাহী ম্যাচেও শূন্যে আউট হয়েছেন পাকিস্তানের এই ওপেনার। এর সঙ্গে তিনি লজ্জাজনক ‘হ্যাটট্রিক ডাকে’র নজিরও গড়েছেন।

Advertisement

প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে শূন্য করার পর ভারতের বিরুদ্ধে ছবিটা বদলায়নি। হার্দিক পাণ্ডিয়ার বলে পয়েন্টে দাঁড়ানো বুমরাহর হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। এরপর তাঁকে নিয়ে মশকরায় মেতে ওঠেন নেটিজেনরা। আয়ুবকে বলা হয় ‘ঘণ্টে কা প্রিন্স’। সেই ধারাবাহিকতা আমিরশাহী ম্যাচেও বজায় রাখলেন তিনি। ফের শূন্য করে তলিয়ে গেলেন আরও তিমিরে।

টানা তিনটি-সহ এক ক্যালেন্ডার বছরে পঞ্চম শূন্য সাইম আয়ুবের। এক্ষেত্রে তিনি এখন সম্মিলিতভাবে দ্বিতীয় স্থানে। ২০২৫ সালে তাঁর সতীর্থ হাসান নওয়াজ পাঁচবার শূন্যে আউট হওয়ার লজ্জাজনক নজির গড়েছিলেন। ২০২৪ সালে পাঁচবার রানের খাতা না খুলেই সাজঘরের রাস্তা দেখেছিলেন ভারতের সঞ্জু স্যামসন এবং জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিও। গত বছর জিম্বাবোয়ের রিচার্ড এনগারভা শূন্যে আউট হয়েছিলেন ৬ বার।

তাছাড়াও টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে শূন্য করা পাকিস্তানি ব্যাটারদের তালিকায় আয়ুব এখন মহম্মদ হাফিজের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন আবদুল্লাহ শফিক। অন্যদিকে, সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৮ বার শূন্যে আউট হলেন আয়ুব। ৯৮ ম্যাচে ৮ বার শূন্যে আউট হওয়ার কুখ্যাত নজির রয়েছে প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিস আফ্রিদির দখলে। এই তালিকায় শীর্ষে উমর আকমল। ৮৪ ম্যাচে তাঁর শূন্য সংখ্যা ১০টি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement