Advertisement
Advertisement
Sahibzada Farhan

কোহলি-ধোনিও করেছিলেন! ‘উলটো বন্দুক’ সেলিব্রেশনে আইসিসি’র কাছে সাফাই ফারহানের

কী শাস্তি হতে পারে পাক ব্যাটারের?

Sahibzada Farhan's name dropped Dhoni and Kohli on Justification To Plead 'Not Guilty' At ICC
Published by: Arpan Das
  • Posted:September 26, 2025 6:28 pm
  • Updated:September 26, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্দুক সেলিব্রেশন’ বিতর্কে আইসিসি’র শুনানির মুখে আজব যুক্তি সাহিবজাদা ফারহানের। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি যদি করে থাকেন, তাহলে ফারহান কেন করবেন না? জানা গিয়েছে, শুনানির মুখে অনেকটা এরকম যুক্তি দিয়েছেন পাক ব্যাটার।

Advertisement

সুপার ফোরের ম্যাচে ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। যা নিয়ে আইসিসি’র কাছে অভিযোগ জানিয়েছিল আইসিসি। পহেলগাঁও জঙ্গিহানার ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া। আর তার যুক্তি হিসেবে ফারহান বলেছেন, পাকিস্তানের পাখতুন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ-উৎসব উদযাপন করে। এমনকী বিয়েতেও নাকি এভাবেই সেলিব্রেট করা হয়। এমনকী বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির সেলিব্রেশনের যুক্তিও দিয়েছেন তিনি।

২০০৫ সালে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি করার পর ধোনি বন্দুকের মতো ব্যাট ধরে সেলিব্রেট করেন। আবার ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ম্যাচে রাইলি রুসো ব্যাট দিয়ে যেন আকাশে বন্দুক ছোড়ার ভঙ্গি করেন। পালটা রুসো আউট হওয়ার পর কোহলি ব্যাট ছাড়া একই রকম ভাবে সেলিব্রেট করেন। কিন্তু তাঁরা প্রত্যেকেরই হাতের ভঙ্গি সোজা ছিল। অর্থাৎ ব্যাটের হাতলকে বন্দুকের নলের মতো ব্যবহার করেছিলেন। কিন্তু ফারহান উলটো সেলিব্রেট করেন। অর্থাৎ হাতলটাকে নিজের শরীরের দিকে ধরেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ব্যঙ্গও করা হচ্ছে। জানা গিয়েছে, তাঁকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

চলতি এশিয়া কাপে যেমন করমর্দন বিতর্কে জড়িয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ঠিক তেমনই সুপার ফোরের ম্যাচে ‘গান সেলিব্রেশন’ করা সাহিবজাদা ফারহান এবং হাতের মুদ্রায় ‘জেট ক্র্যাশ’ -এর ইঙ্গিত করে মহাবিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। সূত্রের খবর, বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ