Advertisement
Advertisement

Breaking News

Sachin Tendulkar

শচীনের বাড়ি থেকে ভেসে আসছে তীব্র শব্দ, প্রতিবেশীর নালিশে কী জবাব লিটল মাস্টারের?

সোশাল মিডিয়ায় শচীনকে ট্যাগ করে অভিযোগ জানান ওই প্রতিবেশী।

Sachin Tendulkar's neighbour complains of loud construction noise

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:May 7, 2024 4:57 pm
  • Updated:May 7, 2024 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। দেশের সব প্রান্তেই তাঁকে সম্মান করেন ক্রিকেট ভক্তরা। ‘ক্রিকেট ঈশ্বরের’ জনপ্রিয়তায় আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি। মাঠের বাইরেও শচীনের আচরণে মুগ্ধ দেশবাসী। এবার তাঁর নামেই উঠল অভিযোগ। হঠাৎ কী এমন কাণ্ড ঘটালেন লিটল মাস্টার?

Advertisement

সাধারণত কোনও বিতর্কের মধ্যে থাকেন না শচীন। কিন্তু এবার প্রতিবেশীর অভিযোগে বিদ্ধ হলেন তিনি। সোশাল মিডিয়ায় শচীনের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রতিবেশী দিলীপ ডি’সুজা। তাঁর বক্তব্য, রাত নটার সময়ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বান্দ্রার বাড়ি থেকে জোরালো আওয়াজ আসছে। যার জেরে সমস্যায় পড়ছেন ডি’সুজা। শুধু রাতে নয়, সারাদিন ধরেই এই অবস্থা সহ্য করেছেন তিনি।

[আরও পড়ুন: ঘোষিত নতুন ১৫ জনের তালিকা, ভারতীয় দলের শিবিরে ডাক পেলেন শুভাশিস-মনবীররা?]

অবশেষে সোশাল মিডিয়ায় তিনি শচীনকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, কেন অসময়েও এই শব্দ বন্ধ হচ্ছে না? তবে জানা গিয়েছে, শচীনের বাড়ির বাইরে নির্মাণকাজ চলছে। তাতেই যন্ত্রপাতির প্রবল আওয়াজে বিরক্ত হয়ে অভিযোগ এনেছেন ডি’সুজা। কিছুদিন আগে তিনি একই অভিযোগ এনেছিলেন অন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে। কিন্তু সেই সমস্যার সুরাহা হয়নি বলেই জানান তিনি।

কিন্তু শচীনকে নিয়ে করা পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তার পরই শচীনের অফিস থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্যার সমাধান করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। সেই খবরও সোশাল মিডিয়ায় জানিয়েছেন ডি’সুজা।

[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ