ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জশপ্রীত বুমরাহ নন। মহম্মদ সিরাজেরও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন। দেরিতে হলেও বুঝল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলে গেলেন, “সিরাজের মতো বোলার থাকাটা সৌভাগ্যের। তবে ওর ওয়ার্কলোডটাও সযত্নে ম্যানেজ করতে হবে আমাদের।”
দু’বছর ধরে তিনি টানা বল করে চলেছেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ, সবচেয়ে বেশি ওভার। জশপ্রীত বুমরাহর পর তিনিই ভারতীয় বোলিংয়ের মূল ভরসার জায়গা। অথচ সেভাবে প্রশংসা পান না। কেউ তাঁকে নিয়ে মাতামাতিও করে না। কার্যত উপেক্ষিত থেকে যান। এমনকী ভাবা হয় না তাঁর ওয়ার্কলোড নিয়েও। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্ট খেলার পর অবশেষে বোধোদয় হল টিম ম্যানেজমেন্টের। দুশখাতে বলছেন, “সিরাজের উপস্থিতি আমাদের বোলিং বিভাগে এনার্জি বাড়িয়ে দেয়। ধারালো করে। ও কখনও ওয়ার্কলোড নিয়ে ভাবেই না। সে কারণেই ওঁর ওয়ার্কলোড ম্যানেজ করাটা ভীষণ জরুরি।”
ভারতীয় দলের সহকারী কোচ মেনে নিয়েছেন, সিরাজ সবসময় তাঁর প্রাপ্যটা পান না। তিনি বলছেন, “আমরা মাঝে মাঝে ভুলে যাই ওকে পেয়ে কতটা ভাগ্যবান। আমি জানি সবসময় ও প্রাপ্য সম্মানটা পায় না। ও সিংহের মতো। ও যখনই বল করতে যায় আমরা জানি কিছু একটা হবে। নিজের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করে।”
মহম্মদ সিরাজ ২০২৩ সালের পর থেকে ভারতের ২৭টি টেস্টের মধ্যে ২৪টিই খেলেছেন। ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি বল করেছেন তিনিই। বিশ্বের সব পেসারদের মধ্যে বল করার নিরিখে তৃতীয় স্থানে তিনি। সিরাজ ২০২৩ থেকে ৫৬৯.৪ ওভার বল করেছেন। একমাত্র প্যাট কামিন্স (৭২১.১ ওভার) এবং মিচেল স্টার্ক (৬৬৫.১ ওভার) সিরাজের থেকে বোলিং করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.