Advertisement
Advertisement
Ruturaj Gaikwad

আইপিএলের পরই নতুন দলে রুতুরাজ, ভারতের জার্সিতে কামব্যাকে শচীনের পুরনো টিমই ভরসা?

চোটের জন্য আইপিএলে পুরো খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার।

Ruturaj Gaiwad to play for Sachin Tendulkar's former team in England

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:June 10, 2025 6:03 pm
  • Updated:June 10, 2025 6:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পরই নতুন ক্লাবে নাম লেখালেন রুতুরাজ গায়কোয়াড়। দীর্ঘদিন জাতীয় দলে নেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। এমনকী ইংল্যান্ড টেস্টের আগে রিজার্ভ দলে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে ইংল্যান্ডের মাটিতেই খেলবেন তিনি। ইয়র্কশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টি ও ওয়ানডে কাপে খেলবেন রুতুরাজ।

Advertisement

এই ক্লাবের হয়ে একসময় খেলেছেন শচীন তেণ্ডুলকর। সেটা অবশ্য প্রায় ২৩ বছর আগে, অর্থাৎ ১৯৯২ সালে। শচীনের রনজি দল ছিল মুম্বই। অন্যদিকে মহারাষ্ট্রের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে চলেছেন রুতুরাজ। ইয়র্কশায়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গায়কোয়াড়কে সই করিয়ে আমরা খুশি।’

ভারতের হয়ে ৬টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন রুতুরাজ। তবে ভারতীয় দলে কোনওদিনই নিয়মিত হতে পারেননি। ফলে দেশের জার্সিতে ফেরার জন্য কাউন্টি ক্রিকেট খেলা একটা পদক্ষেপ হতে পারে। জুলাইয়ে শুরু হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তারপর ওয়ানডে কাপেও খেলবেন তিনি।

রুতুরাজ নিজেও বলছেন, “আমিও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য উত্তেজিত। আমার লক্ষ্য ছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার। আর সেখানে ইয়র্কশায়ারের থেকে বড় কোনও ক্লাব নেই। আমি জানি এই মরশুমে মাঠে নামাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরাটা দেব।” উল্লেখ্য, আইপিএলে সিএসকে’র অধিনায়ক হলেও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। মাঝপথে আঙুলে চোট পেয়েছিলেন। সেই কারণে মহেন্দ্র সিং ধোনির উপর নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ