সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সময় ভারতের কোচের নাম সরকারি ভাবে যতই গৌতম গম্ভীর হোক, আসল কৃতিত্ব পূর্বতন হেড কোচ রাহুল দ্রাবিড়কেই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট বলে দিলেন, দ্রাবিড়ীয় পদ্ধতি অনুসরণ করেই দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত!
টিমের কোচ-অধিনায়ক হিসেবে দ্রাবিড়-রোহিতকে একটা চরমতম দুঃখ পেতে হয়েছিল দেশের মাটিতে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠেও শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু তার ‘শাপমোচন’ পরবর্তী দু’টো আইসিসি টুর্নামেন্টে করে রোহিতের ভারত। প্রথমে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তার পর জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। “দেখুন, আমি সেই বিশ্বকাপজয়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী টিমটাকে মন থেকে ভালোবাসি। বছরের পর বছর ধরে সেই টিমের প্লেয়ারদের সঙ্গে কত স্মৃতি রয়েছে আমার। এক বা দু’বছরের পরিশ্রমের ফসল ছিল না দু’খানা আইসিসি ট্রফি। বছরের পর বছর সাধনা চালিয়ে সেই মোক্ষলাভ সম্ভব হয়েছে”, মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলে দেন রোহিত।
সঙ্গে যোগ করেন, “আমরা অনেক বার বড় ট্রফি জয়ের কাছাকাছি এসেছি মাঝে। কিন্তু শেষ অবধি আর জিততে পারিনি। তাই আমাদের মনে হয়েছিল, এবার অন্য রকম কিছু করতে হবে। অন্য ভাবে ভাবতে হবে। দেখুন, দু’ভাবে বিষয়টাকে দেখা যায়। এক, ট্রফি জয়ের কথা মনে মনে ভাবা। আর দুই, মাঠে গিয়ে সত্যি-সত্যি ট্রফি জিতে দেখানো। আর সেটা একজন বা দু’জন প্লেয়ার ভাবলে চলবে না। সবাইকে ভাবতে হবে। সবাইকে বিশ্বাস করতে হবে। আর টিম ঠিক সেটাই করেছিল।”
এরপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও তার নেপথ্যে দ্রাবিড়ীয় মন্ত্রের কথা উল্লেখ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। সে অর্থে গম্ভীরের নামও নেননি প্রাক্তন অধিনায়ক। রোহিত বলে দেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির সময় গোটা টিম নিজেদের মজ্জায় ঢুকিয়ে ফেলেছিল, কীভাবে ম্যাচ জিততে হবে। কীভাবে মাটিতে পা রেখে নিজেদের চ্যালেঞ্জ করতে হবে। আর সেটা দেখে দারুন লেগেছিল আমার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় আমাকে আর আমাদের তখনকার কোচ রাহুল ভাইকে (রাহুল দ্রাবিড়) টিমের সেই মনোভাব সত্যি সাহায্য করেছিল। আর সেই দর্শন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনুসরণ করি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল জিততে পারিনি আমরা। কিন্তু টিম হিসেবে আমরা সেই সময় ঠিক করে ফেলেছিলাম যে, আমাদের কিছু করে দেখাতে হবে। আর পুরো টিম সেটা করে দেখিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.