Advertisement
Advertisement
Rohit Sharma

সেরা একাদশে বিরাট থাকলেও নেই রোহিত, বিতর্ক উসকে দিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক

আসন্ন সিরিজ জিতবে কে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

Rohit Sharma not in the best XI despite Virat, former England captain sparks controversy

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 19, 2025 3:35 pm
  • Updated:June 19, 2025 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে আসর জমিয়ে দিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন। বলা ভালো, বিতর্ক উসকে দিলেন তিনি। তাঁকে বলা হয়েছিল ২০০০ সাল পরবর্তী যুগের সেরা সম্মিলিত ভারত-ইংল্যান্ড টেস্ট একাদশ বাছতে। নাসের হুসেনের সেই দলে নেই রোহিত শর্মা। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

তাঁর দলে রয়েছেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, জো রুটের মতো ‘গ্রেট’রা। ওপেনার হিসেবে তিনি রেখেছেন বীরেন্দ্র শেহওয়াগ এবং অ্যালিস্টার কুককে। নাসের বলেন, “কোনওভাবেই শচীন, কোহলি, রুটদের বাদ দেওয়া যাবে না। আমি রোহিতকে পছন্দই করি। কিন্তু ২৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শেহওয়াগ এবং কুক অনেকটাই এগিয়ে থাকবে। ওদের ওপেনিং কম্বিনেশন কিন্তু দারুণ হবে।” তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর আগে রোহিতের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু ছিল না। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাঁচ ইনিংসে গড় ছিল মাত্র ৬.২০। ফর্ম এতটাই খারাপ যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘হিটম্যানে’র ফর্মের এই ‘দুর্দশা’ দেখেই কি নাসের হুসেন তাঁকে দলে রাখেননি? উঠছে প্রশ্ন।

তাছাড়াও আসন্ন সিরিজে জিতবে কে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন নাসের হুসেন। তাঁর মতে, সিরিজের ফলাফল হবে ইংল্যান্ডের পক্ষে ৩-১। এক সময়কার সতীর্থ প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টনকে তিনি বলেন, “বিরাট আর রোহিতের অভাব অনুভব করবে ভারত। ইংল্যান্ডের হোম ফর্ম এবং বোলিং আক্রমণ নির্ণায়ক হয়ে উঠতে পারে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ