Advertisement
Advertisement
Rohit Sharma

হাল ছাড়তে নারাজ, বিদায় জল্পনার মধ্যে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ‘এ’ দলে খেলবেন রোহিত!

রোহিত কি অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে নির্বাচকদের বার্তা দিতে চান, এখনও ফুরিয়ে যাননি?

Rohit Sharma might play in India A team before Australia tour

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2025 2:19 pm
  • Updated:August 21, 2025 2:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটমহলে আলোচনা চলছে, তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ। তাঁর উত্তরসূরি কে হবেন সেই নিয়ে চলছে জোর চর্চা। কিন্তু তিনি মোটেই হাল ছাড়তে রাজি নন। তাই এবার জুনিয়র দলের হয়ে বেসরকারি ম্যাচে নেমে পড়তে পারেন রোহিত শর্মা, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। সেখানে খেলেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেবেন হিটম্যান।

Advertisement

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মাটে খেলা ছেড়ে দিয়েছেন রোহিত। টেস্ট ক্রিকেটে তাঁর দুঃসহ ফর্ম চলছিল মাঝে। যার পর একপ্রকার বাধ্য হয়েই তাঁকে অবসর নিতে হয়। কারণ, ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ নিজে টেস্ট থেকে অবসর না নিলে তাঁকে বাদ দিয়ে দেওয়া হত। রোহিত এখন মাত্র একটা ফর্ম্যাটই খেলেন-ওয়ানডে। কিন্তু পরিস্থিতি যা, তাতে ক্রিকেটমহলের একাংশের মনে হচ্ছে, অবসর না নিলে ওয়ানডে থেকে রোহিতকে বাদ দিতে দ্বিধা করবেন না নির্বাচকরা।

ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বর্তমানে খাটাখাটনি করছেন রোহিত। কিন্তু তাঁর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে ‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। ওয়ানডে থেকে সম্মানজনক বিদায় নেওয়ার একটা সুযোগ পাবেন হিটম্যান।

সেকথা কি বুঝতে পেরেছেন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক? তাই কি অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে নির্বাচকদের বার্তা দিতে চান, এখনও ফুরিয়ে যাননি? সূত্রের খবর, সিনিয়র দলের আগে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের ‘এ’ দল। তারা ৩০ সেপ্টেম্বর, এবং ৩ ও ৫ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে। ওই সিরিজে ভারতীয় দলে থাকতে পারেন রোহিত, এমনটাই শোনা যাচ্ছে। আসলে আইপিএলের পর দীর্ঘ সময় ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন রোহিত। তাই ম্যাচ খেলে কঠোর প্রস্তুতি নিয়ে তিনি নামতে চলেছেন অজি সিরিজে, নিজেকে আবারও প্রমাণ করতে, এমনটাই সূত্রের খবর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ