Advertisement
Advertisement
Rohit Sharma

দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা, ভূমিষ্ঠ ‘জুনিয়র হিটম্যান’

বাবা হওয়ার পর রোহিত কি প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবেন?

Rohit Sharma and Ritika Sajdeh blessed with a baby boy
Published by: Subhajit Mandal
  • Posted:November 16, 2024 9:16 am
  • Updated:November 16, 2024 2:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। শর্মা পরিবারের তরফে সরকারিভাবে এখনও সন্তান জন্মের খবর জানানো হয়নি। তবে সূত্রের খবর, ঋতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ।

Advertisement

২০১৮ সালের একেবারে শেষ দিকে রোহিতের মেয়ে সামাইরার জন্ম হয়। ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যদিও সরকারিভাবে এখনও রোহিতের পরিবারের তরফে এই খবর জানানো হয়নি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। তবে বিসিসিআইয়ের কাছ থেকে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে ছুটি চেয়েছিলেন ভারত অধিনায়ক। তারপরই তাঁর দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে জল্পনা ছড়ায়। তবে পুরোটাই গোপন রাখার চেষ্টা করেছেন হিটম্যান।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল, তাঁর সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। শোনা যাচ্ছে, শুক্রবার জুনিয়র হিটম্যান পৃথিবীর আলো দেখায় পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন তিনি।

দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কি না সেই দিকে নজর থাকবে। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। এমনিতে ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতের সমস্যায় জর্জরিত। তার উপর সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের জেরে টিম ইন্ডিয়ার মনোবলেও ঘাটতি রয়েছে। এই অবস্থায় অধিনায়ক দলে যোগ দিলে খানিকটা আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ