Advertisement
Advertisement
Mohammed Shami

শামির টেস্ট কেরিয়ারে ‘অশনি সংকেত’, ইংল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়ার পথে তারকা পেসার!

অগ্নিপরীক্ষা মহম্মদ সিরাজেরও।

Reports says Mohammed Shami is not an automatic selection for ENG vs IND 2025 Tests

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2025 1:19 pm
  • Updated:May 11, 2025 1:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান। অজি সফরে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার কি ‘কোপ’ পড়তে চলেছে মহম্মদ শামির উপর? সামনেই ইংল্যান্ড সফর। সেখানে কিন্তু টেস্ট দলে শামির না থাকার সম্ভাবনাই বেশি।

Advertisement

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা পেসার। যে কারণে বর্ডার গাভাসকর ট্রফিও খেলা হয়নি। আবার সেখানে ‘অতিরিক্ত চাপ’-এর জন্য চোট পান জশপ্রীত বুমরাহ। সব মিলিয়ে ‘ওয়ার্কলোড প্রেসার’ নিয়ে বোর্ডকে ভাবতেই হচ্ছে। শামি ফিরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। আইপিএলেও খেলছেন। কিন্তু দাগ কাটার মতো পারফর্ম এখনও সেভাবে করতে পারেননি। তাছাড়া পাঁচদিনের ক্রিকেটের ধকল কতটা সামলাতে পারবেন, সেই প্রশ্নও থাকছে।

এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেন, “এখনও পর্যন্ত শামি টেস্টে কোনও ভাবেই প্রথম পছন্দ নয়। বেশ কয়েকমাস হল ও মাঠে ফিরেছে ঠিকই, কিন্তু একেবারেই ছন্দে নেই। আইপিএলের পারফর্ম দিয়ে জাতীয় দলের নির্বাচন হবে না ঠিকই। কিন্তু শামির রান আপে সমস্যা হচ্ছে। বল উইকেট কিপারের হাতে ঠিকভাবে পৌঁছচ্ছে না। ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের আগের ফর্মে একেবারেই নেই। তাছাড়া শর্ট স্পেলের পরই ড্রেসিংরুমে ফিরে যাচ্ছে।”

ওই সূত্র আরও বলছেন, “প্রাথমিক পরিকল্পনা ছিল, হয় বুমরাহকে খেলাবে বা নাহলে শামিকে খেলাবে। কিন্তু বুমরাহকে বসিয়েও যদি শামির থেকে সেরাটা না পাওয়া যায়, তাহলে কিন্তু খুব সমস্যা হবে।” সেক্ষেত্রে কি ভরসা বলতে মহম্মদ সিরাজ? সেটাও কিন্তু মনে হচ্ছে না। বরং ইংল্যান্ড সফরে তাঁরও অগ্নিপরীক্ষা। ফলে এই মুহূর্তে চর্চা চলছে অর্শদীপ সিং, খলিল আহমেদ ও যশ দয়ালকে নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ