Advertisement
Advertisement
Virat Kohli

রোহিতদের ফিটনেস টেস্ট দেশে, কোহলির লন্ডনে! ‘কিং’-এর জন্য কি আলাদা নিয়ম? উঠছে প্রশ্ন

জানা যাচ্ছে, এই মুহূর্তে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন কোহলি।

Report says Virat Kohli to give fitness test in London arises question on BCCI
Published by: Arpan Das
  • Posted:September 3, 2025 12:08 pm
  • Updated:September 3, 2025 12:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির জন্য কী আলাদা নিয়ম ভারতীয় ক্রিকেটে? সকলেই ভারতে ফিটনেস টেস্ট দিয়েছেন। পাশও করেছেন প্রায় প্রত্যেকে। কিন্তু জানা যাচ্ছে, রোহিত-গিলের ফিটনেস টেস্ট ভারতে হলেও কোহলির ‘পরীক্ষা’ হবে লন্ডনে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ‘ব্যতিক্রমী’ নিয়ম নিয়ে।

Advertisement

এই মুহূর্তে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন কোহলি। সেখানেই নাকি তিনি ফিটনেস টেস্ট দেবেন। তাতে অনেকেই অবাক। বাকিরা যখন ভারতে পরীক্ষা দিচ্ছেন, তখন কি ‘কিং’ কোহলির জন্য আলাদা নিয়ম? বিসিসিআইয়ের ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ বোর্ডের কাছে যে রিপোর্ট জমা দেবেন, তাতে কোহলির পরীক্ষার তথ্যও নাকি থাকবে।

একটি সর্বভারতীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী, কোহলি নাকি বিদেশে ফিটনেস পরীক্ষার জন্য বোর্ডের থেকে আলাদা করে অনুমতি নিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যারা ব্যক্তিগত কারণে বিদেশে রয়েছেন, তাঁদের জন্য কি আলাদা নিয়ম প্রযোজ্য? যেখানে বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (সেন্টার অফ এক্সেলেন্স) উপস্থিত ছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, জশপ্রীত বুমরাহর মতো তারকারা। এর মধ্যে গিল-বুমরাহ তবু আসন্ন এশিয়া কাপে খেলবেন, কিন্তু রোহিতের পরিস্থিতি তো কোহলির মতোই। তাহলে দুজনের জন্য আলাদা নিয়ম কেন?

ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর। সেখান ডাক পড়েছিল ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার। পাশও করেছেন তিনি। আগামী অক্টোবরে তিন মাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাবে ভারত। সেখানেই ফের রোহিত-বিরাটের মাঠে নামার সম্ভাবনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ