Advertisement
Advertisement
Shubman Gill

গিলকে সহ-অধিনায়ক করা নিয়ে সংশয় ছিল বোর্ডের! কোচ গম্ভীরের অঙ্গুলিহেলনেই সিদ্ধান্ত বদল?

সহ-অধিনায়ক হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন কে?

Report said Shubman Gill was not Agarkar's first choice as vice captain for Asia Cup but Gautam Gambhir insisted

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 9:55 am
  • Updated:August 20, 2025 9:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের দল নির্বাচন নিয়ে বিতর্ক অব্যাহত। কেন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হল না? কেন শুভমান গিল সহ-অধিনায়ক? ইত্যাদি প্রশ্ন ঘোরাফেরা করছে। এর মধ্যে জানা যাচ্ছে, গিলকে দলে ফিরিয়েই টি-টোয়েন্টি সহ-অধিনায়ক করা নিয়ে সংশয় ছিল নির্বাচকদের মধ্যেও। আর সেখানে নির্ণায়ক ভূমিকা নেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

গিল শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই। অর্থাৎ, একবছরের বেশি সময় আগে। এই সময়ে ভারতের টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন অক্ষর প্যাটেল। তাঁকে কোন যুক্তিতে আচমকা দায়িত্ব থেকে সরানো হবে? গিলকেই বা কেন এই দায়িত্ব দেওয়া হবে? মঙ্গলবার মুম্বইয়ে এশিয়া কাপের দল ঘোষণার আগে সেটাই ছিল নির্বাচকদের আলোচনার বিষয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিলকে দলে নেওয়া নিয়ে নির্বাচকদের আপত্তি ছিল না। কিন্তু সহ-অধিনায়ক করা নিয়ে সংশয় ছিল। সেখানেই প্রবেশ করেন গৌতম গম্ভীর। ‘প্রবেশ’ অর্থে ভার্চুয়ালি মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি। একজন তরুণ ক্রিকেটারকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যে ভারতীয় ক্রিকেটের পক্ষে মঙ্গলজনক হবে, সেই মতকে সমর্থন করেন গম্ভীর। যেভাবে গিলকে টেস্ট অধিনায়ক করা হয়েছে, একই পথে তিন ফরম্যাটের ভাবী অধিনায়ক হিসেবেই ধরা হচ্ছে তাঁকে।

তাছাড়া সূর্যকুমার যাদবের বয়স ৩৫। কতদিন তিনি ফর্ম ধরে রেখে দলকে নেতৃত্ব দেবেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে তরুণ একজনকে তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই সেই নামটা শুভমান গিল। অন্যদিকে গিলকে সহ-অধিনায়ক করা নিয়ে সূর্যকুমার যুক্তি দিয়েছেন, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি অধিনায়ক ছিলাম। ও সহ-অধিনায়ক ছিল। সেখান থেকে আমরা টি-টোয়েন্টির নতুন চক্র শুরু করি। তারপর গিল টেস্টে ব্যস্ত হয়ে পড়ে। সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছে। ফলে স্বাভাবিকভাবেই ও দলে ফিরেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ