Advertisement
Advertisement
Shubman Gill

‘ইংল্যান্ড সিরিজের ফল ভালো না হলে…’ গিলের টেস্ট নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে বড় দাবি শাস্ত্রীর

প্রথম টেস্টে হারের পরও কি গিলের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কোচ?

Ravi Shastri said let Shubman Gill captain for 3 years, even if India Cricket Team lose in England
Published by: Arpan Das
  • Posted:June 29, 2025 1:50 pm
  • Updated:June 29, 2025 1:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক শুভমান গিলের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই হারতে হয়েছে। তবে বহু সমর্থকই চান ‘নতুন’ ভারতের দায়িত্ব থাক গিলের হাতে। সেই মতে বিশ্বাসী প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। তিনি মনে করেন, ইংল্যান্ডে ফলাফল যাই হোক না কেন, গিলকে আরও অন্তত তিন বছর সময় দেওয়া হোক।

Advertisement

হেডিংলি টেস্ট হারের পর অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে শুভমান গিলের পারফরম্যান্স এখন আতস কাচের তলায়। তিনি নিজে সেঞ্চুরি করলেও দল হেরেছে। অনেকে মনে করেন, রোহিত-বিরাটের ব্যক্তিত্ব বা আগ্রাসী মনোভাব গিলের নেই। আবার অনেকের মতে, গিলের সফর সবে শুরু হল। তাঁকে সময় দেওয়া উচিত। রবি শাস্ত্রীও সেটাই মনে করেন।

তিনি বলছেন, “ও অনেক উন্নতি করেছে। যেভাবে ও মিডিয়াকে সামলেছে, যেভাবে সাংবাদিক সম্মেলনে কথা বলেছে, তাতে বোঝা যাচ্ছে ও অনেক পরিপক্ব হয়েছে। ওকে আরও তিন বছর অধিনায়ক রাখো। এই সিরিজে যাই হোক না কেন, গিলকে বাধা দিও না বা ওকে নিয়ে ধারণা বদলিও না। তিনবছর ওকে সময় দাও। আমি মনে করি, ও ঠিকই ফলাফল দেবে।” শাস্ত্রী আরও বলছেন, “গিলের মধ্যে একটা রাজকীয় ভঙ্গি আছে। যেটা ধীরেসুস্থে ব্যাট করার সময় ফুটে ওঠে। যদি ও সময়ের সঙ্গে শিখতে পারে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, তাহলে আমি তো গিল ছাড়া আর কোনও নাম দেখতে পাচ্ছি না।”

রবি শাস্ত্রীর আগে গিলের পাশে দাঁড়িয়েছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও। তিনি বলেছিলেন, “প্রথম টেস্টে সবাই একটু চিন্তায় থাকে। কিন্তু ও অসাধারণ পারফর্ম করেছে। সেঞ্চুরি করেছে। আমাদের ওকে সময় দেওয়া উচিত।” ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে শুরু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ