Advertisement
Advertisement
Ravi Shastri

সৌরভ বা কোহলি নন, সাদা বলে ভারতের সেরা অধিনায়ক ধোনিই, বলছেন রবি শাস্ত্রী

কেন ধোনি সেরা? যুক্তিও দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

Ravi Shastri has said MS Dhoni is the greatest ever white-ball captain | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 3, 2021 10:30 am
  • Updated:October 3, 2021 11:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিলদেব, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে? ভারতীয় ক্রিকেট মহলে এই বিতর্ক চিরদিনের। কারণ প্রত্যেক অধিনায়কই নিজ নিজ সময়ে চূড়ান্ত সফল। তবে, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করছেন এতে বিতর্কের কোনও অবকাশ নেই। ঘোষণা করে দিলেন, সাদা বলের ক্রিকেটে অন্তত টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ বিষয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না।

Advertisement

Ravi Shastri has said MS Dhoni is the greatest ever white-ball captain

ভারতের সর্বকালের সেরা সাদা বলের অধিনায়ক কে? এ প্রশ্নের উত্তরে শাস্ত্রীর জবাব,”প্রশ্নাতীতভাবেই সাদা বলে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুধু আইসিসি টুর্নামেন্টগুলিতে ওর রেকর্ড দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। কী জেতেনি ও? আইসিসি (ICC) ক্রিকেট বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, আইসিসি-র সব টুর্নামেন্ট। সুতরাং, সাদা বলের ক্রিকেটের প্রশ্ন যখন আসে, তখন ধোনির ধারেকাছে কেউ আসে না।”

[আরও পড়ুন: বিশ্বকাপে আদৌ বল করবেন? খারাপ ফর্ম নিয়ে চিন্তার মধ্যেই মুখ খুললেন হার্দিক]

টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচের মতে, “ধোনিকেই ভারতের সর্বকালের সেরা বলতে হবে। বলা ভাল ওই ‘কিং কং’। কারণ ধোনি যখন কোনও একটা দলের অধিনায়কত্ব করে, তখন একটা অদ্ভুত নিশ্চয়তা থাকে। হয়তো বিরোধী দল খালি চার-ছক্কা হাঁকাচ্ছে, তবু মনে হয়, সব ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে।” বস্তত, ক্যাপ্টেন কুলের এই শীতল মানসিকতাকেই তাঁর অধিনায়কত্বের সবচেয়ে বড় ইউএসপি বলে মনে করছেন শাস্ত্রী।

[আরও পড়ুন: MI vs DC: দিল্লির কাছে হার, প্লে-অফের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোহিতের মুম্বই]

কোচ হিসাবে শাস্ত্রী সামনে থেকে ধোনিকে সেভাবে দেখেননি। তাঁর প্রিয় ছাত্র কোহলি (Virat Kohli)। শাস্ত্রীর কোচিংয়ে কোহলিই মূলত ভারতের অধিনায়ক ছিলেন। তবে, টিম ইন্ডিয়ার হেড কোচের নজরে কোহলির থেকে অনেক এগিয়ে মাহিই। সৌরভ গঙ্গোপাধ্যায় বা অন্য কোনও অধিনায়ককেও যে তিনি ধর্তব্যের মধ্যেই আনছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন রবি শাস্ত্রী। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement