Advertisement
Advertisement
Rohit Sharma and Virat Kohli

‘রোহিত-বিরাটের শূন্যস্থান পূরণ অসম্ভব’, গিলদের উপর ভরসা নেই জাতীয় দলের সক্রিয় তারকারই?

যদিও ইংল্যান্ডে টেস্ট সিরিজে দেখা গিয়েছে কোহলি-রোহিতের 'শূন্যস্থান' অনেকটাই পূরণ হয়েছে।

Ravi Bishnoi said Virat Kohli and Rohit Sharma not getting farewell was shocking

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 1, 2025 8:41 pm
  • Updated:September 1, 2025 8:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অনেকেই মনে করেন, দুই মহাতারকারই ভালোভাবে বিদায় সংবর্ধনা প্রাপ্য ছিল। কিন্তু সেটা আর হল কোথায়? যদিও এই ধরনের মতামতগুলো ছিল প্রাক্তন ক্রিকেটারদের। এবার সক্রিয় ক্রিকেটার রবি বিষ্ণোইও মনে করেন, দুই তারকার ‘শূন্যস্থান’ পূরণ করার কেউ নেই। তাহলে কি গিলদের উপর ভরসা করতে পারছেন না তিনি?

Advertisement

ভারতের তরুণ স্পিনার বলছেন, “বিষয়টা চমকে দেওয়ার মতো ছিল। কারণ, আমরা সবসময় চেয়েছিলাম, ওরা মাঠ থেকেই বিদায় নিক। ওদের মতো কিংবদন্তিরা মাঠ থেকে বিদায় নিচ্ছে, সেটা দেখতেই ভালো লাগে। আর ওরা দুজন ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, আমার মতে এই মুহূর্তে তার ধারেকাছে কেউ নেই।”

বিষ্ণোইয়ের আরও বক্তব্য, “আমার মতে ওদের ভালো বিদায় সংবর্ধনা পাওয়া উচিত ছিল। আশা করি, ওয়ানডে ক্রিকেটে বিদায় মূহূর্তে সেটা হবে। যখন ওরা চাইবে, তখনই যেন বিদায় নিতে পারে। কারণ কেউ আগে থেকে বলতে পারে না, কে কখন অবসর নেবে। কিন্তু যখন ওরা অবসর নিল, তখন যেন আচমকা শূন্যতা তৈরি হয়েছে। সেটা পূরণ করবে কে?”

যদিও ইংল্যান্ডে টেস্ট সিরিজে দেখা গিয়েছে কোহলি-রোহিতের ‘শূন্যস্থান’ অনেকটাই পূরণ হয়েছে। সেখানে দুরন্ত ফর্মে ছিলেন শুভমান গিল। প্রশ্ন হল, বিষ্ণোই শূন্যস্থানের কথা বলে কি গিলের উপর ভরসা রাখতে পারছেন না? যিনি কি না ভারতীয় দলে গিলের সঙ্গেই খেলেছেন।

রোহিত-বিরাট আচমকা অবসর নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তাহলে কি দুই তারকার উপর চাপ তৈরি করা হয়েছিল? তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন তাঁদের উপর কোনওরকম চাপ তৈরি করেনি বোর্ড। দুই মহাতারকার অবসর জল্পনায় বিসিসিআই যে বেশ বিরক্ত সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ