ছবি: সোশাল মিডিয়া।
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স: ১২০/৯ (অভিষেক ৩০, সুদীপ ২১, শ্রেয়ান ৯/২)
রশ্মি মেদিনীপুর উইজার্ডস: ১২৫/১ (প্রিয়াংশু ৫৪, ঋদ্ধিমান ৩৬, সায়ন ঘোষ ৩০/১)
৯ উইকেটে জয়ী রশ্মি মেদিনীপুর উইজার্ডস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখল রশ্মি মেদিনীপুর উইজার্ডস (Rashmi Medinipur Wizards)। তাও যথেষ্ট দাপটের সঙ্গে। এদিন তারা হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে (Lux Shyam Kolkata Tigers)। ৯ উইকেটে অনায়াসে জয় ছিনিয়ে নেয় সুদীপ চট্টোপাধ্যায়ের দল।
এদিন প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স। চলতি বিপিএলে (Bengal Pro T20 League) ম্যাচের যেরকম গতিপ্রকৃতি, সেরকমই হল তাদের সঙ্গে। অল্প রানেই থেমে গেল অভিষেক পোড়েলদের ইনিংস। শুরু থেকেই রানের গতি তুলতে পারেননি। অধিনায়ক অভিষেক ৩০ রান করলেও নেন ৪০টি বল। বড় রান পেলেন না করণ লালও। তাঁরা ছাড়া সন্দীপ তোমার ও রণিত ঘোষই একমাত্র দুসংখ্যার রান করেন। বাকিরা সকলেই ব্যর্থ। মেদিনীপুরের শ্রেয়ান চক্রবর্তী মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ৯ উইকেট হারিয়ে কলকাতা থেমে যায় ১২০ রানে।
ব্যাট করতে নেমে একেবারেই অসুবিধার মুখে পড়েননি ঋদ্ধিমান সাহারা। ২২ বলে ঝোড়ো ৩৬ রান করে যান তিনি। অন্যদিকে ইনিংস ধরে রেখেছিলেন বিবেক সিং। ৩৪ বলে ৩১ রান করেন তিনি। ঋদ্ধিমান ফিরে যাওয়ার পর শুরু হয় প্রিয়াংশু শ্রীবাস্তবের দাপট। ৪৮ বলে ৫৪ রানের ইনিংসে অনায়াসে তিনি জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মেদিনীপুর উইজার্ডসকে। দাগ কাটতে পারেননি কলকাতার কোনও বোলারই। শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মেদিনীপুর। তিন ম্যাচের পর দুদলের পয়েন্ট ২। তবে নেট রানরেটে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে মেদিনীপুর।
Final Results are out! Lux Shyam are defeated by in today’s thrilling match.
Watch the Sobisco Bengal Pro T20 live on . |
— Bengal Pro T20 League (@bengalprot20)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.