সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বিমান হানায় মৃত্যু ঘটেছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের। যার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। কিন্তু ত্রিদেশীয় সিরিজ চালু রাখতে মরিয়া পাকিস্তান। আফগানিস্তান সরে গেলেও টুর্নামেন্ট হবে বলেই জানাচ্ছে পাক বোর্ড। অন্যদিকে আফগান তারকা রশিদ খান যে পদক্ষেপ নিয়েছেন, তাতে মনে করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করতে চলেছেন তিনি।
১৭ নভেম্বর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ম্যাচগুলি হওয়ার কথা পাকিস্তানের মাটিতেই। সেই ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা চালু রাখতে মরিয়া। এক পিসিবি কর্তা জানিয়েছেন, “আফগানিস্তান নাম প্রত্যাহার করলেও ত্রিদেশীয় সিরিজ সময় অনুযায়ী চলবে। আমরা এই মুহূর্তে বিকল্প দল খুঁজছি। সেটা নিশ্চিত হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে। শ্রীলঙ্কায় ১৭ নভেম্বর থেকেই ম্যাচ হবে।”
অন্যদিকে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন রশিদ খান। তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কলান্দার্সের হয়ে খেলেন। শুক্রবার রাতে আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার পর এক্স হ্যান্ডলের বায়ো থেকে পিএসএলের দলের নাম সরিয়ে দিয়েছেন। সেখানে এখন জ্বলজ্বল করছে গুজরাট টাইটান্স বা বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন। ফলে ভবিষ্যতে পাকিস্তানের লিগে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।
এসিবি’র তরফ থেকে প্রয়াত তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লা ও হারুন। জানা যাচ্ছে, এঁদের মধ্যে কবির জাতীয় দলে আসার দৌড়ে ছিলেন। বাকিরাও আফগান ক্রিকেট মহলে যথেষ্ট পরিচিত নাম। তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পকতিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে।
রশিদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই আক্রমণ মহিলা-শিশুর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নিয়েছে। যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। নিরপরাধ, সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.