Advertisement
Advertisement
Oval Weather

ওভালে ভারতীয় শিবিরের চিন্তা বৃষ্টি! পঞ্চম টেস্টে কেমন থাকবে আবহাওয়া?

নির্ধারিত সময় শুরু হবে খেলা?

Rain worries Indian camp at Oval! What will the weather be like in the fifth Test?
Published by: Prasenjit Dutta
  • Posted:July 31, 2025 10:58 am
  • Updated:July 31, 2025 11:19 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্ট। ম‌্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। শুভমানরা জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। এই পরিস্থিতিতে ভারতকে চিন্তায় রাখছে লন্ডনের আবহাওয়া।

Advertisement

টেস্ট চলাকালীন ওভালে কেমন থাকবে আবহাওয়া? যা পূর্বাভাস, তাতে বৃষ্টির দুশ্চিন্তা যাচ্ছে না। পাঁচ দিন ধরে বৃষ্টির প্রভাব ম্যাচের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে। অ্যাকুওয়েদার বলছে, প্রথম দিন সকালের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনকী এর জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ। সুতরাং খেলে নির্ধারিত সময় শুরু নাও হতে পারে। তবে, দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা অতটা নেই।

চতুর্থ দিন, রবিবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩৭ শতাংশ। সোমবার বৃষ্টির সম্ভাবনা ৩১ শতাংশ। তবে প্রায় প্রত্যেক দিনই আকাশের মুখ ভার থাকবে। তাই খেলা হলে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি। অন্যদিকে, ওভালের পিচ ব্যাটিং সহায়ক হয়। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ৩৪৩।

ওভাল টেস্টেও হয়তো খেলানো হবে না কুলদীপ যাদবকে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। তবে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। ভারতীয় অধিনায়কের অনুমান, ওভালের পিচে খুব একটা সাহায্য পাবেন না স্পিনাররা। সিরিজ ২-২ করতে মরিয়া ভারত। গিলের কথায়, প্রত্যেক টেস্টই পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। ফলে শেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ