Advertisement
Advertisement
Team India

গিলদের প্রথম টেস্টেই বৃষ্টির ভ্রূকুটি! কেমন থাকবে হেডিংলির পাঁচদিনের আবহাওয়া?

এমনিতেই ইংল্যান্ডের আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে।

Rain looms over Guilds' first Test! What will the weather be like over the next five days at Headingley?
Published by: Prasenjit Dutta
  • Posted:June 19, 2025 6:22 pm
  • Updated:June 19, 2025 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে শুভমান গিলের। অন্যদিকে, ইংল্যান্ডের নেতৃত্বে রয়েছেন বেন স্টোকস। প্রথম টেস্টে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানা গিয়েছে, পুরোপুরি খটখটে থাকবে না লিডসের আবহাওয়া। সেখানে বৃষ্টির সম্ভাবনা ষোলোআনা।

এমনিতেই ইংল্যান্ডের আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে। রোদবৃষ্টির খেলা চলে সেখানে। তাই মাঝেমাঝেই খেলায় বিঘ্ন ঘটে। এবারও তার বিঘ্ন হবে না বলেই পূর্বাভাস। তবে প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু গোটা দিনই আকাশ অংশত মেঘলা থাকবে। তাই ‘ওভারকাস্ট কন্ডিশন’-এর সুবিধা পেতে পারেন পেসাররা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি। সর্বনিম্ন ১৭ ডিগ্রি। সুতরাং বোঝাই যাচ্ছে, দুপুরের দিকে বেশ গরম থাকবে। তবে এই গরমে অসুবিধা হওয়ার কথা নয় শুভমান-বুমরাহদের। কারণ, দেশের মাটিতে এর চেয়ে বেশি গরমে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের।

তবে দ্বিতীয় থেকে পঞ্চম দিন বৃষ্টির ভ্রূকুটি থাকবে বলেই পূর্বাভাস। ২২ তারিখ অর্থাৎ রবিবার, পারদ পতন ঘটতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে নেমে আসতে পারে ২০ ডিগ্রিতে। চতুর্থ ও পঞ্চম দিন রোদ, জল, বৃষ্টির সংমিশ্রণেই এগিয়ে যাবে টেস্ট। বোঝাই যাচ্ছে, টিম ইন্ডিয়াকে ইংল্যান্ড তো বটেই, মোকাবিলা করতে হবে আবহাওয়ার সঙ্গে।

তাছাড়াও পুরোপুরি ‘গ্রিন-টপ’ হবে না হেডিংলির পিচ বলেই খবর। যেখানে ব্যাটার এবং বোলার উভয়েই সাহায্য পাবেন। প্রথম টেস্টের আগে পিচ কিউরেটর রিচার্ড রবিনসন সংবাদমাধ্যমকে জানান, পিচে ভারসাম্য বজায় থাকবে। তবে, এমন একটা পিচ এখানে থাকবে যাতে বোলাররা ভালো লাইনে বল করতে পারে। আশা করা যায়, এই পিচে প্রথম দিন বোলাররা ভালো সাহায্য পাবে। কিন্তু শুষ্ক গরমে পিচ তাড়াতাড়ি শুকিয়ে গেলে স্পিনাররাও সাহায্য পাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement