Advertisement
Advertisement
Rohit Sharma

‘রান না পেলে লোকে প্রশ্ন করবেই’, প্রথম ওয়ানডের পরই রোহিতকে শুনিয়ে দিলেন অশ্বিন

রোহিত শর্মার দুঃসময় কিছুতেই কাটছে না।

R Ashwin's advice to struggling Rohit Sharma
Published by: Subhajit Mandal
  • Posted:February 7, 2025 8:49 pm
  • Updated:February 7, 2025 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার দুঃসময় কিছুতেই কাটছে না। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন রানের মধ্যে নেই। তাঁর নেতৃত্বে দল হারছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, তার চেয়েও বেশি করে প্রশ্ন উঠছে দলে জায়গা পাওয়া নিয়ে। পছন্দের ওয়ানডে ফরম্যাটে ফিরেও তথৈবচ অবস্থা ভারত অধিনায়কের। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ককে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দেওয়ার ছলে যেন ‘কটাক্ষ’ই ছুঁড়ে দিলেন প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

অশ্বিন রোহিতকে বলছেন, “যতদিন ব্যাটে রান আন আসছে, ততদিন লোক তোমাকে নিয়ে প্রশ্ন তুলবে। ব্যাট হাতেই জবাব দিতে হবে।” আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুতেই রোহিতকে তাঁর ব্যক্তিগত ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান। আবার প্রথম ম্যাচে ব্যর্থতার পর দলের জয়ের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। দলে কোথায় সমস্যা সেটাও তুলে ধরেছেন তিনি। কিন্তু নিজের ফর্ম নিয়ে টু শব্দ করেননি। স্বাভাবিকভাবেই নানাবিধ প্রশ্নে তিনি জর্জরিত।

অশ্বিন বলছেন, এই পরিস্থিতি এড়ানোর একটাই উপায়। সেটা হল, ভালো ব্যাট করা। অশ্বিন বলছেন, “কাজটা খুব কঠিন। রোহিতের দিকটা ভাবলে বোঝা যাবে এটা খুব হতাশাজনক। ও হয়তো সিরিজ শুরুর আগে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে এসেছিল। হয়তো ভেবেছিল এই ফরম্যাটে আমার ব্যাটে ভালো রান আসছে। সেটাই চালিয়ে যাব। কিন্তু সমস্যা হল, মানুষ প্রশ্ন করবেই।” অশ্বিন বলছেন, দর্শকদের কাজই প্রশ্ন করা।

রোহিতের দীর্ঘদিনের সতীর্থ তথা সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তারকা বলছেন, “এটা জটিল পরিস্থিতি। এই প্রশ্নগুলো থামানো যাবে না। যেদিন ব্যাট হাতে তিনি পারফর্ম করবেন, সেদিন থেকেই একমাত্র ওই প্রশ্নগুলো থামানো যাবে। ক্রিকেটার হিসাবে আমি বুঝতে পারছি, রোহিতকে কীসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা খুব কঠিন কাজ। আমার প্রার্থনা, ও যেন ভালো খেলতে পারে। এই সিরিজে একটা সেঞ্চুরি পাক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement