Advertisement
Advertisement
PBKS

আইপিএলের মধ্যেই পাঞ্জাব কিংসে ভাঙন? দলের দুই মালিকের বিরুদ্ধে মামলা প্রীতির!

১১ বছর পরে আইপিএল প্লে অফে উঠেছে পাঞ্জাব।

Preity Zinta reportedly filed case against PBKS Coowners

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2025 9:46 am
  • Updated:May 23, 2025 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল চলাকালীনই পাঞ্জাব কিংসে ভাঙন! সূত্রের খবর, দলের অপর দুই মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন প্রীতি জিন্টা। তাঁর অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংস্থার দুই কর্তা মোহিত বর্মন এবং নেস ওয়াদিয়া। সেই বৈঠকে হাজির থাকলেও সেটিকে বাতিল করার আবেদন জানিয়েছেন বলি অভিনেত্রী।

Advertisement

আইপিএলে ১২টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে জিতেছে পাঞ্জাব। আগুনে ফর্মে আছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১১ বছর পরে আইপিএল প্লে অফে উঠেছে পাঞ্জাব। প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ রয়েছে তাদের সামনে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে থেকে দলকে সমর্থন করতে দেখা গিয়েছে প্রীতিকে। কিন্তু আইপিএল প্লে অফের ঠিক আগেই পাঞ্জাবের অন্দরে ভাঙনের খবর প্রকাশ্যে এল।

দলের মালিকদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এনেছেন প্রীতি? আসলে পাঞ্জাব কিংস দল পরিচালনা করে কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। সেই সংস্থার তিন ডিরেক্টর প্রীতি জিন্টা, মোহিত বর্মন এবং নেস ওয়াদিয়া। বলি অভিনেত্রীর অভিযোগ, গত ২১ এপ্রিল এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডাকা হয়। কিন্তু কোম্পানি অ্যাক্ট ২০১৩ এবং আরও বেশ কিছু নিয়ম লঙ্ঘন করে ওই বৈঠক ডাকা হয়ে বলে প্রীতির অভিযোগ। বৈঠকে যথাযথ নিয়ম মানা হয়নি বলেও জানান প্রীতি। তিনি আরও বলেন, ১০ মে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বৈঠক নিয়ে তাঁর আপত্তি রয়েছে। কিন্তু অপর দুই ডিরেক্টরের সম্মতিতে বৈঠক ডাকা হয়।

আপত্তি থাকলেও ২১ এপ্রিল বৈঠকে উপস্থিত হন প্রীতি। কিন্তু তার কয়েকদিন পরেই মামলা দায়ের করেন পাঞ্জাব মালকিন। সেখানে তিনি বলেন, ওই বৈঠকে মুনিশ খান্নাকে ডিরেক্টর নিযুক্ত করা হয়। কিন্তু এই নিয়োগের বিরোধিতা করেন প্রীতি এবং আরেক ডিরেক্টর করণ পাল। তাই আদালতের কাছে বলি অভিনেত্রীর আবেদন, ওই বৈঠক এবং সেদিনের সমস্ত কার্যাবলি বাতিল করা হোক। মুনিশের ডিরেক্টর পদ বাতিল করা হোক। যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত প্রীতি বা করণের অনুপস্থিতিতে বোর্ড কোনও বৈঠক ডাকতে পারবে না, এমনটাও আর্জি জানিয়েছেন পাঞ্জাব মালকিন। তবে এই মামলা নিয়ে সরাসরি কেউই কিছু জানাননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement