Advertisement
Advertisement
IPL Auction 2022

IPL Auction 2022: প্রত্যাশার চেয়েও বেশি দামে বিকোলেন কারা? কোন তারকা অবিক্রিত? দেখে নিন একনজরে

অপ্রত্যাশিত ভাবে কম দাম পেলেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

Player who got more than expectation in IPL Auction 2022 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 12, 2022 10:02 pm
  • Updated:March 21, 2022 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের মেগা নিলামে মোট ৬০০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হচ্ছে। যার মধ্যে আজ দল পেয়ে গেলেন প্রথম সারির বেশির ভাগ দেশি ও বিদেশি তারকা। বেলা ১২টায় শুরু হওয়া নিলাম চলল রাত ৯টা পর্যন্ত। আর এই দীর্ঘ সময়েই বেশ কিছু অপ্রত্যাশিত ফলের সাক্ষী রইলেন ক্রিকেটপ্রেমীরা। কী রকম? আসলে যে সব ক্রিকেটাররা বিরাট অর্থে বিক্রি হবেন বলে মনে করা হয়েছিল, তাঁরা তত দাম পেলেন না। আবার ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে দড়ি টানাটানির জেরে প্রত্যাশার চেয়ে অনেক চড়া দামে বিক্রি হলেন কয়েকজন তারকা। আবার আইপিএলের নজরকাড়া একাধিক তারকা শনিবারের নিলাম শেষে রয়ে গেলেন অবিক্রিত। চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

Advertisement

অপ্রত্যাশিত অত্যাধিক দামি হয়ে উঠলেন যাঁরা

১. ৭ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে লখনউয়ে গেলেন ইংল্যান্ডের মার্ক উড। অথচ এত মূল্যে যে তাঁকে কোনও দল নেবে, কল্পনাও করেননি অনেকে।
২. জস হ্যাজেলউডকে ৭ কোটি টাকায় কিনল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৩. কেকেআরের প্রাক্তন বিদেশি ক্রিকেটার লকি ফার্গুসনকে গুজরাট টাইটান্স কিনে নিল ১০ কোটি টাকায়।
৪. ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে কিনে নিল হায়দরাবাদ।
৫. কেকেআরে চূড়ান্ত ব্যর্থ দীনেশ কার্তিক কি দল পাবেন? এই নিয়েই যেখানে সন্দেহ ছিল, সেখানে কি না আরসিবি সাড়ে ৫ কোটিতে কিনে নিল ভারতীয় উইকেটকিপারকে।
৬. টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলি তারুণ্যের দিকেই ঝোঁকে। তাই এককালে অম্বতি রায়ডু আইপিএলের অন্যতম নামী তারকা হলেও মনে করা হয়েছিল, এবার হয়তো ন্যূনতম দরের থেকে খুব বেশি অর্থ পাবেন না তিনি। কিন্তু শেষমেশ দেখা গেল ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় রায়ডুকে কিনল তাঁরই পুরনো দল চেন্নাই সুপার কিংস।
৭. দড়ি টানাটানিতে ৮ কোটি টাকা দর উঠল নীতীশ রানার। কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
৮. একই ভাবে ভাগ্যের শিকে ছিঁড়ল শিবম মাভিরও। ফাস্ট বোলারকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় ঘরে তুলল নাইট শিবির।
৯. অলরাউন্ডার শাহরুখ খানকে নিতে শুরুতেই ঝাঁপায় কেকেআর। আসরে নামে পাঞ্জাব এবং চেন্নাইও। শেষমেশ বাজিমাত করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ফলস্বরূপ, ৯ কোটি টাকায় শাহরুখকে কিনল পাঞ্জাব।
১০. খানিকটা অপ্রত্যাশিতভাবে ১০ কোটি টাকা দিয়ে আবেশ খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
অনেকে অবশ্য এই তালিকায় রাখছেন শ্রেয়স আইয়ারকেও। যিনি ১২ কোটি ২৫ লক্ষের বিনিময়ে কেকেআরে যোগ দিচ্ছেন।  

অপ্রত্যাশিত কম দাম পেলেন যাঁরা

১. ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
২. বহু আইপিএলের নায়ক ডেভিড ওয়ার্নারকে সাড়ে ৬ কোটিতেই কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
৩. মাত্র ২ কোটি টাকা দিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকেও দলে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
৫. প্রত্যাশার থেকে খানিকটা কমই মূল্য পেলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাড়ে ৬ কোটিতে তাঁকে দলে নিল রাজস্থান।

প্রথম পর্বে দল পেলেন না যাঁরা
জাতীয় দলের নির্বাচনরা ব্রাত্য করে দিয়েছেন ঋদ্ধিমান সাহাকে। এবার আইপিএল নিলামেও দল পেলেন না ভারতীয় উইকেটকিপার। প্রথম দফায় অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসানও। বিক্রি হলেন না অজি তারকা স্টিভ স্মিথ, ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না, আফগান ক্রিকেটার মহম্মদ নবির মতো তারকারা। রবিবার তাঁরা দল পান কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement