ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। সেই হাইভোল্টেজ ম্যাচের পিচ রিপোর্ট কেমন থাকবে? আবহাওয়ার পূর্বাভাসই বা কী?
দুবাইয়ের পিচ ধীর গতির। এখানে বরাবরই স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। চলতি এশিয়া কাপে এমনই দেখা যাচ্ছে। তবে খেলা শুরুর সময়ে উইকেট থেকে সুইং এবং বাউন্স আদায় করে নিতে পারেন পেসাররাও। ব্যাটারদের রান পেতে গেলে উইকেটে থিতু হতে হবে। আউটফিল্ডও বেশ ভালো। তবে বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধে দুবাইয়ের মতো বড় মাঠে ছক্কা হাঁকানো বেশ কঠিন।
গ্রুপ পর্বের ম্যাচে কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট পেয়েছিলেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাছাড়াও ভারতীয় দলে অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররাও রয়েছেন। তাঁরাও পাকিস্তানি ব্যাটারদের বিরুদ্ধে পিচের সুবিধা কাজে লাগাতে চাইবেন।
এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৯৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল জিতেছে ৪৩টি ম্যাচে। দ্বিতীয় ব্যাট করা দল জয়ী হয়েছে ৫০টি ম্যাচে। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। টি-টোয়েন্টিতে এই স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় রান ১৪০। দ্বিতীয় ইনিংসে রানের গড় ১২৫।
রবিবার দুবাইয়ের আকাশ অংশত মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। অর্থাৎ দুবাইয়ের গরম অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬১-৬২ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.