সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিকি পন্টিং মানেই আগ্রাসন। যতদিন ক্রিকেট খেলতেন, বহুবার বিবাদে জড়িয়েছেন। কিন্তু অজিসুলভ আগ্রাসন থেকে কখনই সরে আসেননি। এখন তিনি পাঞ্জাব কিংসের কোচ। যারা আইপিএল ফাইনাল উঠলেও শেষ পর্যন্ত লক্ষ্যপূরণ হয়নি। সেই পর্ব মিটে যাওয়ার পর পাঞ্জাব মালকিন প্রীতি জিন্টার সঙ্গে পন্টিংয়ের আড্ডার ভিডিও ভাইরাল। সেখানে প্রীতিকে পন্টিং আহ্বান করে বসলেন, ‘আমার সঙ্গে এসে বসে দেখো।’
আসলে চিরকাল যিনি আগ্রাসী মেজাজে ছিলেন, তিনি এখন শান্ত, স্থিতধি। ডাগআউটে ঠান্ডা মাথায় প্লেয়ারদের সামলান। পন্টিংয়ের সেই চিরাচরিত ‘বদমেজাজ’ একদম উধাও। সেটা মনে করিয়েই বলি নায়িকা প্রশ্ন করেন, “যিনি একসময় ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে আগ্রাসী ছিলেন, তিনি এখন এত শান্ত কীভাবে?”
তবে প্রীতি যতটাও ‘শান্ত’ ভাবছেন, পন্টিং বোধহয় সেরকম নন। তাহলে বাস্তবটা কী? সেটা বোঝানোর জন্যই অজি প্রাক্তনী বলেন, “তোমার উচিত মাঝেমধ্যে ডাগআউটে এসে আমার পাশে বসা। তাহলেই বুঝতে পারবে সবসময় মাথা ঠান্ডা থাকে না। আমার চরিত্রই আগ্রাসী। বিশেষ করে সেটা যদি ক্রিকেটের সময় হয়।”
কিন্তু এই দুটোর মধ্যে ভারসাম্যও রাখতে জানেন ‘পান্টার’। তিনি আরও বলেন, “ক্রিকেটের বাইরে আমি সবার সঙ্গে মজার গল্প করি। কফি নিয়ে আড্ডা মারি। কিন্তু ক্রিকেটে আমার কাজ হল সবার থেকে সেরাটা বের করে নিয়ে আসো। তখন আমি সময় নষ্ট করি না। আমি সেরা কোচ হওয়ার চেষ্টা করি না। আমি দলের প্লেয়ারদের থেকে সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা করি।”
Ponting mentality – Train with passion, roar with aggression 💪🔥
Don’t miss the full video on our YouTube channel and app. 📹
— Punjab Kings (@PunjabKingsIPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.