সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান বনাম আরব আমিরশাহী ম্যাচ নিয়ে নাটকের অন্ত নেই। প্রথমে ‘বয়কট’ হুমকি, তারপর ৩৬০ ডিগ্রি ঘুরে পাকিস্তানের খেলতে রাজি হওয়া, একঘণ্টা পর ম্যাচ শুরু হওয়া – সবই ছিল। কিন্তু মাঠেও ঘটে গেল এমন একটা ঘটনা, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তাতে দেখা গেল, মাঠের আম্পায়ারের মাথায় বল লাগায় তিনি বাধ্য হয়ে মাঠ ছাড়লেন।
ঠিক কী হয়েছিল? আমিরশাহীর ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। পঞ্চম বলের শেষে পাক উইকেটরক্ষক মহম্মদ হ্যারিস সাইম আয়ুবকে লক্ষ্য করে একটা থ্রো করেন। লক্ষ্য ঠিক ছিল না। হ্যারিসের থ্রো সরাসরি লাগে ফিল্ড আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগের মাথায়। আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে বাঁ কানের পিছনের জায়গাটা চেপে ধরেন তিনি। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এই ঘটনার পর খেলা কিছুক্ষণ থেমেছিল। পাকিস্তানি ক্রিকেটাররা তাঁর কাছে এগিয়েও যান। ডাকা হয় ফিজিওকে। এরপর শ্রীলঙ্কান আম্পায়ারের জায়গায় আম্পায়ারিং করতে আসেন চতুর্থ আম্পায়ার গাজি সোহেল। উল্লেখ্য, প্রাথমিক শুশ্রূষার পর ‘কনকাশন’ সতর্কতার কারণে তিনি এই ম্যাচে আর মাঠে নামেননি।
হ্যারিসের এমন লক্ষ্যহীন থ্রোয়ের পর ধারাভাষ্যকার ওয়াসিম আক্রম বলে ওঠেন, ‘বুলস আই’। আক্রম বলেন, “সোজা আম্পায়ারের মাথায়, একেবারে নিখুঁত একটা থ্রো! বুলসআই! ফিল্ডারের কাজ হল আম্পায়ারের মাথায় আঘাত না করা।” নেট নাগরিকরা আক্রমের এই মন্তব্যে ক্ষুব্ধ। তাঁদের মন্তব্য, এই ধরনের গুরুতর বিষয়ে রসিকতা মানায় না।
Pakistani fielder hit the umpire on the head with the ball and Wasim Akram said “What a throw bull’s eye.”
This is the mentality of every Pakistani Cricketers
— ` (@Atomickohli18)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.