সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram) চান না প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে (World Cup 2023) খেলতে নামুন বাবর আজমরা। পাক অধিনায়কের নেতৃত্বে গোটা দলকে বেশ হাসিখুশি দেখাচ্ছে, খেলছেও ভাল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান একনম্বর দল। আইসিসি-র ব্যাটারদের মধ্যে প্রথম পাঁচে রয়েছেন তিন জন পাকিস্তানি তারকা। এশিয়া কাপে পাকিস্তান ভাল কিছু করবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপের পরেই রয়েছে বিশ্বকাপ।
উপমহাদেশে হতে চলা কোনও টুর্নামেন্টে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলতে নামবে। অতীতে পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল হিসেবেই ধরা হত। পাকিস্তানকে সবাই এবার অন্যতম ফেভারিট বলে ধরছেন। সেই প্রসঙ্গে আক্রম বলছেন, ”আমি চাই না পাকিস্তান ফেভারিট হিসেবে খেলতে নামুক। আন্ডারডগ দল হিসেবে খেলতে নামলে সুযোগ থাকে। পাকিস্তান দলের প্রস্তুতিও ঠিকই আছে।”
আক্রম আরও বলছেন, ”প্রস্তুতির কথাই যদি বলা হয়, তাহলে বলবো শারীরিক, মানসিক প্রস্তুতি, কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়া, পিচ, আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। গোটা দলটাকে বেশ ভাল লাগছে। দল জিতছে, ফলে সব ঠিকঠাকই আছে। ওরা ফেভারিট হিসেবেই নামছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.