Advertisement
Advertisement
Asia Cup

ক্যাচ মিসের ‘বন্যা’ সূর্যদের, ভারতের বিরুদ্ধে লড়াকু স্কোর পাকিস্তানের

সবমিলিয়ে পাক ব্যাটারদের চারটি ক্যাচ মিস করেছেন সূর্যকুমার যাদবরা।

Pakistan gets good score on board against India in Asia Cup match
Published by: Anwesha Adhikary
  • Posted:September 21, 2025 9:58 pm
  • Updated:September 21, 2025 10:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ আগে ভারতের কাছে দুরমুশ হয়েছিল পাকিস্তান। কিন্তু সুপার ফোর পর্যায়ে এসে যথেষ্ট উন্নতি দেখা গেল পাক ব্যাটিংয়ে। ভারতের বিরুদ্ধে গত ম্যাচে যে পাকিস্তান একশো পেরতেও হিমশিম খেয়েছিল, এদিন সেই সলমন আলি আঘারা অনায়াসে দেড়শোর গণ্ডি পেরিয়ে গেলেন। তবে তার জন্য কিছুটা দায়ী ভারতের ফিল্ডিংও। এদিন সবমিলিয়ে পাক ব্যাটারদের চারটি ক্যাচ মিস করেছেন সূর্যকুমার যাদবরা।

Advertisement

টসে জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু শুরু থেকেই ঝোড়ো মেজাজে ব্যাট করেন সাহিবজাদা ফারহানরা। এদিন ওপেনিং জুটিতে বদল করেছিল পাক টিম ম্যানেজমেন্ট। হতশ্রী ফর্মে থাকা সাইম আয়ুবের পরিবর্তে ফখর জামান এদিন ওপেন করতে নামেন। মাত্র ৯ বলে ১৫ রান করে তিনিই পাক ব্যাটিংয়ের মঞ্চ তৈরি করে দিয়ে যান। চলতি এশিয়া কাপে একটাও রান না করা আয়ুব এদিন তিন নম্বরে নেমে ২১ রানের ইনিংস খেলেন।

পাক মিডল অর্ডারের কেউ সেই অর্থে বড় রান না করলেও ছোট ছোট ক্যামিও খেলে রানের গতি অব্যাহত রাখেন। সলমন আঘা (১৭), হুসেইন তালাত (১০), মহম্মদ নওয়াজ (২১)দের পর মারকুটে ব্যাটিং করেন ফাহিম আশরাফ। মাত্র ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, ৪৫ বলে ৫৮ রান করেন বিতর্কিত ওপেনার ফারহান। দলের সমবেত প্রচেষ্টায় ১৭১ পর্যন্ত পৌঁছে যায় পাকিস্তানের স্কোর।

তবে পাক দলের এই স্কোরের নেপথ্যে রয়েছে ভারতের খারাপ ফিল্ডিং। দুবাইয়ের এই স্টেডিয়াম ক্যাচ মিসের জন্য কুখ্যাত। কারণ এই মাঠের ফ্লাডলাইটের জন্য ফিল্ডাররা বল দেখতে পান না। এদিনের ম্যাচে মোট ৪টি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। তবে প্রথম ইনিংসে সবচেয়ে বিতর্কিত চরিত্র হয়ে থাকলেন পাক ওপেনার ফারহান। হাফসেঞ্চুরি করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করলেন তিনি। খেলার মাঠে এহেন আচরণ দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ