Advertisement
Advertisement
Asia Cup

বয়কট নাটকের অবসান, দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপে খেলতে নামল পাকিস্তান

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা।

Pakistan finally comes to field to play Asia Cup match against UAE

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 17, 2025 8:37 pm
  • Updated:September 17, 2025 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ম্যাচ খেলতে নামল পাকিস্তান। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা। কিন্তু সারা বিকেল ধরে পরতে পরতে নাটকের পর অবশেষে মাঠে এসে পৌঁছয় পাক দল। একঘণ্টা দেরিতে টস হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। 

Advertisement

হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে কোনওমতেই সরানো হবে না। বুধবার সকালেও পাইক্রফটকে সরানোর আবেদন করে পিসিবি। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়।

সূত্রের খবর, তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে পাকিস্তান। পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। যাঁরা বাসে উঠেছেন, তাঁদের দ্রুত নেমে গিয়ে হোটেলে ফিরতে বলা হয় বোর্ডের তরফে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটাতে শুরু করে। পিসিবির মুখপাত্র জানান, পাকিস্তানের তরফে অনুরোধ জানানো হয়েছে ম্যাচ যেন একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যাঁকে ঘিরে এত নাটক, সেই পাইক্রফটকে ডেকে পাঠানো হয় আইসিসি হেডকোয়ার্টারে। কিন্তু ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধে কে মান্যতা দিল, সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।

শেষ পর্যন্ত পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন বলে জানান ম্যাচ রেফারি। ওই ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ উঠেছে তাতে তদন্ত করবে বলেও জানিয়েছে আইসিসি। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক। তবে এই মহানাটক নিয়ে টসের সময়ে মুখ খোলেননি কেউই। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement