Advertisement
Advertisement

Breaking News

Babar Azam

এই না হলে পাকিস্তান! বাবরকে ‘ছুঁতে’ নিরাপত্তা টপকে সোজা সাজঘরে যুবক, ভিডিও ভাইরাল

ঠিক কী ঘটেছিল?

Pakistan fans skip security and head straight to the dressing room to wish Babar Azam a happy birthday
Published by: Prasenjit Dutta
  • Posted:October 16, 2025 9:16 pm
  • Updated:October 16, 2025 9:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই না হলে পাকিস্তান! বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিরাপত্তা টপকে সোজা সাজঘরে যুবক। বুধবার গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ দিনেই ৯৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দিনেই লাহোরের স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। 

Advertisement

ঠিক কী ঘটেছিল? ৩১তম জন্মদিনে টেস্ট জেতা বড় উপহারের চেয়ে কোনও অংশে কম কিছু নয়। কিন্তু কে জানত, জন্মদিনে ঘটে যাবে এমন অপ্রত্যাশিত ঘটনা! যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যায়, এক তরুণ সমর্থক নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে গটগট করে হেঁটে স্টেডিয়ামের প্রথম তলায় ড্রেসিংরুমে ঢুকে যান। একটি স্ট্যান্ড টপকে তিনি এই কর্মটি করেন।

এমনকী সাপোর্ট স্টাফদের বলেন, বাবর আজমের সঙ্গে দেখা করতে চান। জানা গিয়েছে, ওই সমর্থকের নাম মজিদ খান। কোচিং স্টাফরা দেখে নিরাপত্তা দলকে সতর্ক করে দেন। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে ওই সমর্থকের পথ আটকে দেন। ওই কিশোর যে পথে এসেছিলেন, সেই পথেই ফিরে যেতে চান। কিন্তু স্ট্যান্ডের নিচে ততক্ষণে নিরাপত্তাকর্মীরা চলে এসেছেন। শেষমেশ স্টেডিয়াম ওই সমর্থককে থেকে বের করে দেওয়া হয়।

কী করে একটা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলে থাকায় আরও অনেক বড় বিপদ ঘটতে পারত। যদিও ড্রেসিংরুমে ওই সময় বাবর আজম ছিলেন না বলে জানা গিয়েছে। স্টেডিয়াম ছেড়ে তিনি যখন বেরচ্ছিলেন, তখন তাঁকে ঘটনাটি জানানো হয়। বাবর শুনে অবাক হলেও ওই সমর্থক কেমন আছেন, তা জানতে চান। এই ধরনের ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ