Advertisement
Advertisement
Pakistan Cricket

ভারতকে হুঁশিয়ারি, আফগানদের কটূক্তি! এশিয়া কাপের আগে ‘আস্ফালন’ পাকিস্তানের

আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান।

Pakistan Cricket Team captain Salman Ali Agha warns India before Asia Cup 2025
Published by: Arpan Das
  • Posted:September 8, 2025 3:19 pm
  • Updated:September 8, 2025 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান। আর সেই আত্মবিশ্বাস এতটাই আকাশ ছুঁয়েছে যে, ভারতকে হুঁশিয়ারি দিতেও পিছপা হচ্ছেন না পাক অধিনায়ক সলমন আলি আঘা। আবার ম্যাচের মধ্যে আফগানিস্তান প্লেয়ারদের কটূক্তিও করেন তিনি। এশিয়া কাপে এই ‘আত্মবিশ্বাস’ পাকদল দেখাতে পারে কি না সেটাই দেখার।

Advertisement

ত্রিদেশীয় ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। সেখানে কার্যত দাপট নিয়েই জেতেন শাহিন শাহ আফ্রিদিরা। মহম্মদ নওয়াজের হ্যাটট্রিকে ৭৫ রানে জেতে পাকিস্তান। তারপরই সলমনের হুঙ্কার, “আমরা প্রয়োজন পড়লে দুই স্পিনারে খেলব। আমি পরিবেশ বুঝতে পেরেছি। দেখলাম দুই স্পিনারে খেলে সুবিধা হবে। আমরাও ওদের স্পিনারদের খেলতে সমস্যায় পড়েছি। আমরা এটাকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখেছি। আমরা দল হিসেবে খেলেছি। আমরা ভালো ফর্মে আছি এবং এশিয়া কাপের জন্য তৈরি।” তারা কতটা ‘তৈরি’, সেটা তো এশিয়া কাপেই দেখা যাবে।

অন্যদিকে আফগান প্লেয়ারদের কটূক্তি করেও চর্চায় সলমন। ভাইরাল হওয়া ভিডিওয় সলমনের গলা শোনা যায়। অনেকের মতে, সেখানে তিনি স্থানীয় ভাষায় আফগানদের কটূক্তি করেন। আবার মহম্মদ নবির আউট হওয়ার পরও খোঁচ দেন তিনি। ক্রিজের বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হন বর্ষীয়ান প্লেয়ার। তারপর নবির দিকে ইশারা করে যেন বলেন, কীভাবে খেলতে হয় জানে না!

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারতের। আফগানিস্তান অবশ্য এক গ্রুপে নেই। তবে সুপার ফোরে উঠলে দুই দলের দেখা হবে। সেখানে কি ‘বদলা’ নিতে পারবেন আফগানরা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement