Advertisement
Advertisement
Pakistan Cricket Board

বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাক মহিলা দল? চ্যাম্পিয়ন্স ট্রফি মনে করিয়ে পালটা উত্তর পাকিস্তানের

চলতি বছরেই ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর।

Pakistan Cricket Board refuses to travel to India for Women's World Cup 2025
Published by: Arpan Das
  • Posted:April 19, 2025 9:20 pm
  • Updated:April 19, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে নিয়েছে পাকিস্তান। চলতি বছরেই ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু ভারতে কি খেলতে আসবেন ফতিমা সানারা? বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের পর সেই প্রশ্নের উত্তর আরও জটিল হয়েছে। আর এই প্রশ্নের উত্তরেও সেই প্রসঙ্গ ফের মনে করিয়ে দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান নকভি।

Advertisement

মাস কয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হয়েছিল। আইসিসির চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হলেও, একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান। পাক বোর্ডের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেই ‘চুক্তি’ কার্যকর থাকবে ২০২৭ পর্যন্ত। ফলে ভারতে মহিলা বিশ্বকাপে পাকিস্তান আসবে নাকি হাইব্রিড মডেল অবলম্বন করতে হবে, সেই প্রশ্ন বাতাসে ভাসছে।

এর মধ্যেই রীতিমতো হুঙ্কার দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর বক্তব্য, “চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি। সেটা নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার। যে নিরপেক্ষ জায়গায় খেলতে বলবে যাব। যখন এটা নিয়ে একটা চুক্তি হয়েছে, তখন সেটা মানতেই হবে।” ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ভারতের কাছে হারের বদলা যে নিতে পাকিস্তান মরিয়া, তা যেন নকভি প্রমাণ করে দিলেন।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। যদি সত্যিই হাইব্রিড মডেল হয়, তাহলে কোথায় খেলবে পাকিস্তান? সূত্রের খবর, পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ