সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে WTC নতুন সাইকেল শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচ জিতেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে শান মাসুদের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তার জেরে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার দুই দলেরই প্রথম ম্যাচ ছিল। আর গদ্দাফি স্টেডিয়ামে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ দিনেই ৯৩ রানে জয় পেল পাকিস্তান। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ১৮৩ রানে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
এই জয়ে ভর করে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল পাকিস্তান। একটি মাত্র টেস্ট খেলে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। অর্থাৎ ১০০ শতাংশ পয়েন্ট। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য পয়েন্ট শতাংশের বিচারেই সেরা দুই দল যোগ্যতা অর্জন করে। তাই প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে নয়, পয়েন্ট শতাংশের ভিত্তিতেই WTC ক্রমতালিকা নির্ধারিত হয়। ফলে বেশি পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে পাকিস্তানের থেকে নিচে রয়েছেন ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে চারটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে গিলদের ঝুলিতে সব মিলিয়ে মোট ৫২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে পয়েন্ট শতাংশে অনেকখানি উন্নতি করেছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদ টেস্টের পর ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট ছিল ভারতের ঝুলিতে। দিল্লি টেস্টের পর সেটা ৬১.৯ শতাংশে পৌঁছে গিয়েছে। তবে পাকিস্তান জেতার ফলে ভারত তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। ভারতের পরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.