Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

ওকে বাদ দেওয়া ‘পাগলামি’, রোনাল্ডোর সঙ্গে তুলনা টেনে বুমরাহর প্রশংসায় স্টেইন

অধিনায়ক গিল জানিয়েছেন, ওয়ার্কলোড কমানোর জন্যই এই সিদ্ধান্ত।

Omitting him was 'crazy', Steyn praises Jasprit Bumrah, compares him to Ronaldo
Published by: Prasenjit Dutta
  • Posted:July 3, 2025 3:56 pm
  • Updated:July 3, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে নেই জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এক সপ্তাহ বিশ্রামের পর কেন বুমরাহর মতো পেসারকে বিশ্রাম দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই আবহে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তে বেজায় ক্ষেপেছেন প্রাক্তন প্রোটিয়া পেসার ডেন স্টেইন। তিনি বুমরাহর সঙ্গে তুলনা টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

স্টেইন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পর্তুগালের কাছে রোনাল্ডোর মতো বিশ্বসেরা স্ট্রাইকার রয়েছে। কিন্তু ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একধরনের পাগলামি। ঠিক তেমনই ভারতেরও বুমরাহ রয়েছে। ওকে না খেলানোর সিদ্ধান্তও… ওহ, বুঝতে পারছি না! সব কিছু গুলিয়ে ফেলছি আমি।’

লিডসে ভারতীয় বোলারদের মধ্যে একা বুমরাহ ছাড়া কেউই ভরসাযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর ৫ উইকেটের সুবাদেই লিড পায় ভারত। সেই বুমরাহকে ছাড়াই ‘পূর্ব পরিকল্পনা’ মতো দ্বিতীয় টেস্টে নেমেছে ভারত। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আকাশ দীপ।

ইংল্যান্ড সিরিজের অনেক আগে থেকেই কানাঘুষো ছিল, ওয়ার্কলোডের কারণে পাঁচ টেস্ট খেলবেন না বুমরাহ। সেইমতোই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে কামব্যাকের লড়াইয়ে নেমেছে টিম ইন্ডিয়া। আর এমন একটা বুমরাহ নেই। এটা কতটা যুক্তিযুক্ত? দ্বিতীয় টেস্টে টসের সময় শুভমান গিল এই প্রসঙ্গে বলেছেন, “ওর ওয়ার্কলোড কমানোর জন্যই এই সিদ্ধান্ত।” তবে এসবে যে চিঁড়ে ভিজছে না, তা বোঝা যাচ্ছে। আর এবার বুমরাহ না খেলায় চূড়ান্ত অখুশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার। রোনাল্ডোর সঙ্গে তাঁর তুলনা টেনে কার্যত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্টেইন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement