সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হতশ্রী ক্রিকেট দেখে ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। বাবর আজমদের ফিটনেস দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন ৮ কেজি করে মাটন খান পাক ক্রিকেটাররা। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এমন কথাই বলেছেন আক্রম।
পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’-এ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, ”ক্রিকেটারদের ফিল্ডিং আর ফিটনেস দেখে আমি চূড়ান্ত হতাশ। গত দুবছরের মধ্যে কোনও ফিটনেস পরীক্ষা দেয়নি এরা। ক্রিকেটারদের দেখে মনে হচ্ছে, প্রতিদিন আট কেজি করে মাটন খায় ওরা। ওদের কি ফিটনেস পরীক্ষা দেওয়া উচিত ছিল না?” বাবর আজমদের খেলা দেখে চূড়ান্ত হতাশ আক্রম, তা বোঝাই যাচ্ছে।
পাক ক্রিকেটারদের দায়বদ্ধতা প্রসঙ্গে আক্রম বলছেন, ”দেশের হয়ে খেলার জন্য অর্থ পায় ক্রিকেটাররা। মিসবা উল হক যখন কোচ ছিল, তখন নিয়মকানুন ছিল। ক্রিকেটাররা ওকে পছন্দ করত না। ফিল্ডিং নির্ভর করে ফিটনেসের উপর। সেখানে অনেক পিছিয়ে পাকিস্তান।”
পাকিস্তান এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচটি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছেন বাবর আজমরা। বাকি তিনটি ম্যাচে হার মেনেছে পাকিস্তান। আফগানিস্তানের কাছে হারের পরে আরও ক্ষুব্ধ হয়েছেন আক্রমের মতো প্রাক্তনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.