সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কাল কাটিয়ে দেশের মাটিতে ফিরেছে আইপিএল। দশ দলের মেগা টুর্নামেন্ট দেখতে স্বাভাবিক ভাবেই তাই ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়েছে। হু হু করে বিক্রি হচ্ছে টিকিট। আর গ্যালারিতে বসে ম্যাচ দেখা মানেই হাতে থাকে নানা ধরনের ব্যানার, পোস্টার। প্রিয় তারকাকে বার্তা দিতে নানারকম লেখা লিখে আনেন তাঁরা। কিন্তু এক্ষেত্রেও কিছু বিধিনিষেধ জারি করে দিল আইপিএল কর্তৃপক্ষ। সিএএ কিংবা এনআরসির (CAA-NRC) প্রতিবাদ সংক্রান্ত কোনও ব্যানার নিয়ে মাঠে ঢোকা যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
অনেক ক্ষেত্রেই নানা ইস্যুতে প্রতিবাদের মঞ্চ হয়ে ওঠে খেলার মাঠ। শুধু সমর্থকরা নয়, খেলোয়াড়রাও মাঠে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানান। এমন উদাহরণ বহু রয়েছে। কিন্তু আইপিএল (IPL 2023) আয়োজকরা চায় না এই টুর্নামেন্ট সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পুঞ্জির আন্দোলন মঞ্চ হয়ে উঠুক। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা দিল্লি, মোহালি, হায়দরাবাদ এবং আহমেদাবাদে ম্যাচ দেখতে যাবেন, তাঁর সিএএ কিংবা এনআরসি সংক্রান্ত কোনও ব্যানার বা পোস্টার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।
‘পেটিএম ইনসাইডার’ থেকে অনলাইনে টিকিট কাটা যায় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচের। সেখানেই বেশ কিছু বাধানিষেধের কথা উল্লেখ আছে। তারই অন্যতম হল সিএএ ও এনআরসি সংক্রান্ত কোনও ব্যানার আনা যাবে না মাঠে।
উল্লেখ্য, কেন্দ্রের বলবৎ করা সিএএ ও এনআরসি নিয়ে ২০১৯ সালে উত্তাল হয়েছিল গোটা দেশ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। তীব্র আন্দোলনের জেরে এখনও দেশে সিএএ বা এনআরসি লাগু হয়নি। আইপিএলকে যাতে এই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করা না হয়, তার জন্য আগেভাগেই নির্দেশিকা জারি করা হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.