সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পরে ফের বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে দুরমুশ করে ফাইনালে পৌঁছেছে রোহিত ব্রিগেড। কিন্তু দেশজুড়ে ক্রিকেটজ্বরের মধ্যে প্রায় ‘নিখোঁজ’ ছিলেন তিনি, যাঁর ছক্কায় ২০১১ সালে কাপ জিতেছিল ভারত। ওয়াংখেড়েতে ভারত-বিক্রমের দিনে অবশেষে তাঁর দেখা মিলল। পাহাড়ের কোলে একটি শান্ত গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।
কোথায় গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? ক্রিকেটপ্রেমীদের আশা ছিল, সেমিফাইনাল ম্যাচ দেখতে হয়তো ওয়াংখেড়েতে যাবেন তিনি। কিন্তু স্ত্রী সাক্ষীকে নিয়ে শান্ত পাহাড়ের কোলে আলমোড়ায় চলে যান ক্যাপ্টেন কুল। সেখানে পরিবারের সঙ্গেই সময় কাটান। তাঁদের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ধোনির সঙ্গে ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষীও। পাহাড়ি এলাকায় ধোনির বাড়ির ভিডিও পাওয়া গিয়েছে তাঁর ইনস্টাগ্রামে। পরিবারের সঙ্গে ধোনির সময় কাটানোর ভিডিও ছড়িয়ে পড়ে।
MS Dhoni with fans in a village.
– MS, what a man…!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
সোশাল মিডিয়ায় ধোনিকে দেখে উচ্ছ্বসিত ক্যাপ্টেন কুলের ভক্তরা। নেটিজেনদের মত, “ধোনি নিজে তো কোনও পোস্ট করেন না। সাক্ষী রয়েছেন বলে আমরা ধোনিকে দেখতে পাই।” আরেকজন বলেন, “ওয়াংখেড়েতে বিশ্বকাপ খেলছে ভারত। নীল জার্সি পরা ধোনিকে আজ মিস করছি।” পোস্ট করার একদিনের মধ্যেই ধোনির ছুটি কাটানোর ভিডিও দেখে ফেলেছেন প্রায় ১ লক্ষ মানুষ। ভিডিওতে দেখা যায়, এক বয়স্কা মহিলাকে প্রণাম করছেন সাক্ষী। যদিও তাঁর পরিচয় জানা যায়নি।
View this post on Instagram
প্রসঙ্গত, ভারত বিশ্বকাপ জিতবে কিনা সেই নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা নানা মন্তব্য করেছেন। কিন্তু সেই তালিকায় নাম লেখাতে চাননি মাহি। ভারতের অভিযান নিয়ে প্রশ্ন করতে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “খুবই ভালো দল ভারতের। দারুণ ভারসাম্য রয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটারই খুব ভালো খেলছে। এখনও পর্যন্ত তো সবই খুব ভালো লাগছে। তবে এর বেশি আর কিছু বলব না। বুদ্ধিমানরা এখান থেকেই বাকিটা বুঝে যাবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.