Advertisement
Advertisement
ধোনি

২ জুলাই থেকে কোচের ভূমিকায় ধরা দেবেন ধোনি, ব্যাপারটা কী?

ক্রিকেটের কাছে ফিরছেন ক্যাপ্টেন কুল।

MS Dhoni set to launch online cricket academy on July 2
Published by: Sulaya Singha
  • Posted:June 26, 2020 10:24 pm
  • Updated:June 26, 2020 10:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে তাঁকে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে? সে উত্তর এখনও অধরা। তবে বাইশ গজের কাছাকাছিই থাকছেন তিনি। এবার তিনি ধরা দেবেন কোচ হিসেবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই পুরোদমে কোচিং শুরু করে দেবেন ক্যাপ্টেন কুল।

Advertisement

গত বছর সেই বিশ্বকাপের বাইশ গজে শেষবার ব্যাট হাতে ধরা দিয়েছিলেন ধোনি। তারপর থেকে স্বেচ্ছাতেই যেন নিজেকে গুটিয়ে রেখেছেন। কখনও সীমান্তে সেনার প্রশিক্ষণে চলে গিয়েছেন তো কখনও পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে। টিম ইন্ডিয়ার সঙ্গে যত দূরত্ব বেড়েছে, ততই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অগণিত ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্চে আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে নামার কথা ছিল তাঁর। কিন্তু করোনা মহামারীর জেরে সেটাও হয়নি। ফলে সোশ্যাল মিডিয়াতেই মাঝেমধ্যে দর্শন মিলছে এমএসের। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেন আরওই নিজেকে গুটিয়ে নিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। তবে এবার ক্রিকেটের কাছে ফিরছেন তিনি।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন ক্লাবেই থাকতে চান, আগামী মরশুমেও এটিকে-মোহনবাগানে খেলবেন রয় কৃষ্ণ]

২০১৯-২০ মরশুমে ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছিলেন তিনি। আইপিএলের প্রস্তুতির জন্য সেখানেই চলছিল রিহার্সাল। তবে এবার ক্রিকেটার নয়, কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, আগামী ২ জুলাই অনলাইন ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন তিনি। গোটা বিষয়টির তত্ত্বাবধান নিজেই করবেন। সঙ্গে কোচিংও করাবেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার তারকা কুলিনান। অ্যাকাডেমির কোচিং ডিরেক্টর তিনি। এই অনলাইন কোচিংয়ে উঠতি ক্রিকেটরা উপকৃত হবে বলেই মনে করছে আয়োজকরা।

২০১৭ সালে দুবাইয়ে নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছিলেন তিনি। কিন্তু ব্যস্ততার জন্য সেখানে বিশেষ সময় দিতে পারেননি। তাই শেষমেশ গত বছর বন্ধই হয়ে যায় অ্যাকাডেমি। তবে এবার লকডাউনের সময়টাকে কাজে লাগাতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর তাই অনলাইনে পুরোদমে কোচিং করাতে প্রস্তুত তিনি।

[আরও পড়ুন: গ্যালারিতে জ্বলজ্বল করছে লাদেনের কাটআউট, নেটিজেনদের রোষে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ