Advertisement
Advertisement
MS Dhoni

ICC’র হল অফ ফেমে ধোনি, অনন্য সম্মানে সম্মানিত ‘ক্যাপ্টেন কুল’

ধোনি ছাড়াও এ বছর আরও ছয় ক্রিকেটারকে এই সম্মান দিল আইসিসি।

MS Dhoni Inducted ICC Hall of Fame

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র

Published by: Paramita Paul
  • Posted:June 9, 2025 10:14 pm
  • Updated:June 10, 2025 4:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্য সম্মানে সম্মানিত ক্যাপ্টেন কুল। আইসিসি-র ‘হল অফ ফেম’ (ICC Hall Of Fame) -এ স্থান পেলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে সম্মানের কথা ঘোষণা করা হয়। ধোনি ছাড়াও এ বছর আরও ছয় ক্রিকেটারকে এই সম্মান দিল আইসিসি।

Advertisement

আর মাত্র দু’দিন। তারপরই ইংল্যান্ডে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট যুদ্ধ শুরুর আগে সোমবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। নাম ‘এ ডে উইথ দ্য লেজেন্ডস’। সেখানেই সাত ‘লেজেন্ড’-এর নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুই মহিলা ক্রিকেটার। তালিকায় নাম রয়েছে- মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, হাসিম আমলা, ড্যানিয়েল ভিত্তোরি, সানা মীর এবং সারা টেলরের।

ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘চাপের মুখেও বরফের মতো শান্ত। অতুলনীয় বুদ্ধি। কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ। অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার, অধিনায়ক এবং উইকেট কিপার।’ 

 

১৬ বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারে দেশকে একাধিক  ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে নিয়ে গিয়েছে দেশকে। ক্রিকেটে তাঁর অনবদ্য অবদানের পুরস্কার স্বরূপ আইসিসি-র এই সম্মান। শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই-ও। আর নিজের চেনা ‘কুল’ ভঙ্গিতে এমএস বলছেন, “আইসিসির হল অফ ফেম এক অনন্য সম্মান। এটা সারাজীবনের প্রাপ্তি। এতজন তারকা ক্রিকেটারের পাশে নিজের নাম দেখতে পাওয়া সৌভাগ্যের।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ