ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: বেঙ্গালুরু থেকে নিজের গ্রাম সাহসপুরে ফিরে গিয়েছেন। এবারের জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটালেন মহম্মদ শামি। নিজের ফার্মহাউসে পরিবারের সবাইকে নিয়ে জন্মদিন উদযাপন করলেন। বিশেষ কেকও নিয়ে আসা হয়েছিল। আপাতত সাহসপুরে থেকে প্রস্তুতি সারবেন তিনি।
সামনেই ঘরোয়া মরশুম। অক্টোবরে অবশ্য অস্ট্রেলিয়া সফর রয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে অস্ট্রেলিয়া সফরে শুধু ওয়ান ডে টিমে রাখা হতে পারে ভারতীয় তারকা পেসারকে। দলীপ ট্রফিতে ম্যাচের শেষ দিন হালকা চোট পেয়েছিলেন। যার ফলে আর বোলিং করেননি শামি। তবে সেই চোট মারাত্মক কিছু নয়। এখন পুরোপুরি ফিট তিনি। গতবার বাংলার হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন শামি। এবারও রনজিতে খেলবেন।
তবে সব ম্যাচে হয়তো খেলবেন না। তিন-চারটে রনজি ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। তবে কোন কোন ম্যাচ খেলবেন সেটা ঠিক করেননি। শোনা গেল, টিম ম্যানেজমেন্টকে নাকি তিনি জানিয়ে দিয়েছেন, রনজিতে বাছাই করা কিছু ম্যাচ খেলবেন। যার অর্থ প্রতিপক্ষ বিচার করে খেলানো হতে পারে শামিকে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁকে খেলানো নাও হতে পারে।
১৫ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ উত্তরাখণ্ড। আপাতত যা ঠিক হয়েছে, ইডেনে ওই ম্যাচ খেলবে বাংলা। তবে ওই ম্যাচে শামি খেলবেন কি না, সেটা এখনও ঠিক হয়নি। বাংলা জোরকদমে রনজির প্রস্তুতি সারছে। দুটো টুর্নামেন্টে দুটো আলাদা আলাদা টিম পাঠানো হয়েছিল। যাতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া যায়। আপাতত দিনকয়েক বিশ্রাম দেওয়া হয়েছে। তারপর থেকে ফের প্রস্তুতি শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে, এই মাসের মাঝামাঝি সময় দুটো-তিনটে প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করা হতে পারে। তবে কোন টিমের বিরুদ্ধে ম্যাচ হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.