Advertisement
Advertisement
Mohammed Shami

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ফিরছেন শামি! চেন্নাইয়ে কেমন হবে ভারতের একাদশ?

ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০র দলেই রাখা হয়নি শামিকে।

Mohammed Shami likely to return in India squad in second T20I

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 23, 2025 4:13 pm
  • Updated:January 23, 2025 4:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেন্সে খেলা হয়নি। পরের ম্যাচে কি খেলতে পারবেন মহম্মদ শামি? নাকি আবারও তারকা পেসারের জায়গা হবে বেঞ্চেই? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-২০র আগে দেশের ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে এই জল্পনা। শোনা যাচ্ছে, ইডেনের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Advertisement

একবছরেরও বেশি সময় পরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০র দলেই রাখা হয়নি শামিকে। সূত্রের খবর, শামি নাকি পুরোপুরি ফিট নন। সেকারণেই তাঁকে এদিনের ম্যাচে দলে রাখা হয়নি। যদিও অনুশীলনে শামিকে প্রচণ্ড গতিতে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে। শামির হাঁটুতে নাকি সামান্য ব্যথা হয়েছে, তার জন্য খুব সাবধানে হাঁটাচলা করছেন তারকা পেসার।

এহেন পরিস্থিতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে কি খেলতে পারবেন শামি? আগামী শনিবার চেন্নাইয়ে ফের খেলতে নামবে ভারত-ইংল্যান্ড। ভারতীয় দল সূত্রে খবর, সেখানে হয়তো একটা পরিবর্তন করা হবে প্রথম একাদশ। ইডেনে রবি বিষ্ণোইকে দলে রাখা হলেও তিনি কোনও উইকেট পাননি। অন্যদিকে দ্বিতীয় পেসার হিসাবে ভরসা রাখা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার উপরে। কিন্তু ৪ ওভারে তিনি ৪২ রান দেন।

তাই চেন্নাইয়ে বিষ্ণোইকে হয়তো বসানো হতে পারে। যদিও চেন্নাইয়ে ঘূর্ণি সহায়ক পিচ, তবু বিষ্ণোইকে হয়তো রাখা হবে না প্রথম একাদশে। তাঁর পরিবর্তেই শামিকে খেলানো হতে পারে। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি যেন ম্যাচ প্র্যাক্টিস পান, সেজন্যই তাঁকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে। শেষ পর্যন্ত শামি কি খেলতে নামবেন ইংল্যান্ডের বিরুদ্ধে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ