সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হয়েছেন প্রাক্তন তারকা বরুণ অ্যারন। গত মরশুমে যারা শেষ করেছিল ষষ্ঠ স্থানে। কামব্যাকের জন্য মরিয়া হায়দরাবাদ কি মহম্মদ শামি ও ঈশান কিষানকে ছেঁটে ফেলতে চাইছে? বোলিং কোচ হয়েই কিন্তু বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারেন বরুণ।
শামি বা ঈশান, দুজনেই গত আইপিএলে সেভাবে ছাপ রাখতে পারেননি। ১০ কোটি টাকায় কেনা শামি ৬ ম্যাচে মাত্র ৯ উইকেট তুলেছেন। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে যে নিজেকে মেলে ধরতে পারেননি, তা স্পষ্ট। অন্যদিকে ইশানকে ১১.২৫ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ভারতীয় উইকেটকিপার। কিন্তু তারপর ছন্দ হারিয়ে ফেলেন। ১৪ ম্যাচে করেছিলেন ৩৫৪ রান।
দুজনের পারফরম্যান্সই যখন প্রশ্নের মুখে, তখন চর্চায় বরুণ অ্যারনের বক্তব্য। গত আইপিএল চলাকালীন বরুণকে প্রশ্ন করা হয়েছিল, কাদেরকে হায়দরাবাদের বাদ দেওয়া উচিত। তাতে বরুণ বলেছিলেন, “আমি অবশ্যই বলব মহম্মদ শামি। কারণ ও কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছে। ফিটনেশ নিয়ে সমস্যায় পড়েছে। তার পাশাপাশি ঈশান কিষানকেও হয়তো বাদ দেওয়া হতে পারে। তাঁকে এসআরএইচ প্রচুর টাকা দিয়ে কিনেছে। এবার তাঁকে নিলামে পাঠিয়ে দিয়ে আরও কম দামে কিনতে পারে।”
শামির বয়স ৩৪। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। অন্যদিকে বরুণ অ্যারনের বয়স ৩৫। চলতি বছরের শুরুতেই সব ধরনের প্রতিনিধিত্ব মূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। চোট-আঘাতের সমস্যা বারবার তাঁকেও ভুগিয়েছে। ভারতীয় দলে অভিষেক হয় ২০১১ সালে। কিন্তু চোটের জন্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দেশের হয়ে ৯টি টেস্ট ম্যাচে ১৮টি উইকেট পেয়েছিলেন বরুণ। ৯টি ওয়ানডেতে উইকেট সংখ্যা ১১। ২০২২-এ গুজরাট টাইটান্সের আইপিএলও জেতেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.