Advertisement
Advertisement
Axar Patel

‘বোর্ডের উচিত জবাবদিহি করা’, অক্ষরকে সহ-অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে তোপ কাইফের

শুভমান গিলকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েই সহ-অধিনায়ক করা হয়েছে।

Mohammad Kaif gave verdict on Axar Patel removed from vice-captaincy for the Asia Cup
Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 9:06 am
  • Updated:August 20, 2025 9:26 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন আজব ‘মিউজিক্যাল চেয়ার’। একবার অক্ষর প্যাটেল, তো একবার শুভমান গিল। ভারতের টি-টোয়েন্টি দলে কে যে কখন সহ-অধিনায়ক হবেন, তা নিয়ে সংশয় লেগেই রয়েছে। এশিয়া কাপে যেমন দায়িত্বে বর্তেছে শুভমান গিলের উপর। কিন্তু অক্ষরকে কেন সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল? ভারতীয় অলরাউন্ডারের কাছে নির্বাচকদের জবাবদিহি করতে বলছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

Advertisement

সোশাল মিডিয়ায় কাইফ লিখেছেন, ‘আশা করি, অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়ে আগেই জানানো হয়েছে। আর যদি সাংবাদিক সম্মেলন থেকে জানতে পায়, তাহলে বলব ওকে আলাদা করে ব্যাখ্যা করা দরকার। অক্ষর তো কোনও অন্যায় করেনি।’

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনুমান করা হয়েছিল, হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হবে। গৌতম গম্ভীর সেই দায়িত্ব দেন সূর্যকুমার যাদবকে। অন্যদিকে শুভমান গিল শেষ ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪-র জুলাই মাসে। সাম্প্রতিক সময়ে অক্ষর প্যাটেলই ভারতের সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু আচমকা তাঁকে সরিয়ে দেওয়া হল কেন, সেই প্রশ্ন তুলছেন কাইফ।

যদিও নির্বাচক প্রধান অজিত আগরকরকে পাশে নিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব যুক্তি দিয়েছেন, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি অধিনায়ক ছিলাম। ও সহ-অধিনায়ক ছিল। সেখান থেকে আমরা টি-টোয়েন্টির নতুন চক্র শুরু করি। তারপর গিল টেস্টে ব্যস্ত হয়ে পড়ে। সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছে। ফলে স্বাভাবিকভাবেই ও দলে ফিরেছে। আমরাও ওকে ফিরে পেয়ে খুব খুশি।” তাহলে কেন একবছরের বেশি সময় গিলকে টি-টোয়েন্টি থেকে ‘ব্রাত্য’ রাখা হল? নাকি গিলকে তিন ফরম্যাটের ভাবী অধিনায়ক হিসেবে তুলে আনার জন্যই তাঁকে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ