সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (World Cup 2023) জেতার প্রধান দাবিদার কে? এই প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরকে (Mohammad Amir)। জবাবে বাঁ হাতি পেসার ভারতকেই বিশ্বকাপ জেতার হট ফেভারিট বলে দাবি করেন।
এমনকী নিজের দেশ পাকিস্তানের নামও উচ্চারণ করেননি তিনি। একটি সংবাদমাধ্যমকে আমির বলেছেন, ”ভারতের মাটিতে বিশ্বকাপ হবে। ফলে ভারতই এগিয়ে থাকবে। ভারতের বিরুদ্ধে যে সব দল খেলবে, তাদেরকে ১১০ শতাংশ দিতে হবে। নিজেদের চেনা পরিবেশে ভারত বিপজ্জনক দল। ভারতের মাটিতে জেতা সহজ ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার মাটিতে সব দলই সমস্যায় পড়ে। সেরকমই ভারতে খেলতে এসে ঝামেলায় পড়েছে প্রায় সবাই। রোহিত শর্মার দল এবারের বিশ্বকাপে হট ফেভারিট।”
২০১১ সালে আয়োজক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার একক ভাবে মেগা টুর্নামেন্টের আয়োজন করছে ভারত। দেশের ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য। প্রাক্তনরা ইতিমধ্যেই ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা নিয়ে মন্তব্য করেছেন।
তাঁদের মতে, ভারতের ব্যাটিং দারুণ শক্তিশালী। আর ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় দর্শক দ্বাদশ ব্যক্তির কাজ করবে। বাকিটা এখন কেবল সময়ের অপেক্ষা। চলতি মাসের ৮ তারিখ অ্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.